কয়েক মাস আগেও এই ছবিটা দেখেছিল ক্রিকেটবিশ্ব। সাজঘরে বসে বিরাট কোহলি জড়িয়ে ধরেছিলেন রবিচন্দ্রন অশ্বিনকে। তার কিছু ক্ষণ পরেই অশ্বিন জানিয়ে দিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি। সেই ছবি এ বার দেখা গেল দুবাইয়ের মাঠেও। ফাইনাল চলাকালীন মাঠেই রবীন্দ্র জাডেজাকে জড়িয়ে ধরেন কোহলি। তার পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি ফাইনালের পরেই এক দিনের ক্রিকেট থেকে অবসর নেবেন ভারতীয় অলরাউন্ডার?
দুবাইয়ে ১০ ওভার বল করেছেন জাডেজা। মাত্র ৩০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি। টম লাথামকে আউট করেন জাডেজা। তার পরেই দেখা যায়, কোহলি গিয়ে জাডেজাকে জড়িয়ে ধরেছেন। দু’জনের মধ্যে কিছু কথা হয়। সেই দৃশ্য নজরে পড়ে দর্শকদের। তার পরেই তা ভাইরাল হয়ে যায়।
শুধু অশ্বিন নয়, স্টিভ স্মিথের অবসরের আগেও একই ছবি দেখা গিয়েছে। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ভারত হারানোর পর দু’দলের ক্রিকেটারেরা যখন হাত মেলাচ্ছিলেন, তখন স্মিথকেও জড়িয়ে ধরেন কোহলি। দু’জনের মধ্যে কথা হয়। তার পরেই এক দিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন স্মিথ। জানা গিয়েছিল, অবসরের কথা সকলের আগে কোহলিকেই জানিয়েছিলেন স্মিথ। জাডেজাও কি সেটাই করলেন? শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুন:
আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন জাডেজা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরের দিন অবসর ঘোষণা করেন ভারতীয় স্পিনার। ভারতের টেস্ট দলে অবশ্য নিয়মিত খেলছেন জাডেজা। এ বার কি সাদা বলের আর একটি ফরম্যাটকে বিদায় জানাতে চান তিনি?
চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন রোহিত শর্মা ও কোহলির অবসরের জল্পনাও চলছে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে তাঁরা দু’জনেই কুড়ি-বিশের ক্রিকেটকে অলবিদা জানিয়েছেন। জানা গিয়েছে, ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর দুবাইয়ে গিয়েছেন। ফাইনালের পর রোহিত ও কোহলির সঙ্গে কথা বলবেন তিনি। তার মাঝেই এ বার জাডেজার অবসরের জল্পনা শুরু হয়েছে।