বিতর্কের নাম সঞ্জয় মঞ্জরেকর। খেলোয়াড় জীবনে তাঁকে নিয়ে যত না চর্চা হত তার চেয়ে কয়েক গুণ বেশি চর্চা হয় ধারাভাষ্যকার মঞ্জরেকরকে নিয়ে। মাঝেমাঝেই তিনি এমন কিছু মন্তব্য করেন যা নিয়ে বিতর্ক হয়। এ বার বিরাট কোহলির স্ট্রাইক রেটের সমালোচনা করেছেন মঞ্জরেকর। কোহলি অবশ্য পাল্টা কিছু বলেননি। তবে মঞ্জরেকরকে জবাব দিয়েছেন কোহলির ভাই বিকাশ। তিনিও স্ট্রাইক রেট নিয়েও খোঁচা দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটারকে।
আইপিএলে মুম্বই-বেঙ্গালুরু ম্যাচ কোহলি বনাম বুমরাহ লড়াই নিয়ে আলোচনা হচ্ছিল। সেই সময় মঞ্জরেকর জানান, তিনি মনে করেন না এই লড়াই এখনও আছে। কারণ, কোহলি তাঁর সেরা সময় পেরিয়ে এসেছেন। ফলে বুমরাহ তাঁর থেকে অনেক এগিয়ে। এ বারের আইপিএলের সেরা ১০ ব্যাটারের তালিকাতেও মঞ্জরেকর কোহলিকে রাখেননি। তাঁর এই মন্তব্যের পর আবার বিতর্ক শুরু হয়েছে। কোহলি-ভক্তেরা তাঁকে নিশানা করেছেন। তাঁদের মতে, মঞ্জরেকর কোহলিকে হিংসা করেন বলেই এই ধরনের মন্তব্য করে প্রচারের আলোয় থাকতে চান।
মঞ্জরেকরকে জবাব দিয়েছেন বিকাশ। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “মিস্টার সঞ্জয় মঞ্জরেকরের এক দিনের কেরিয়ারের স্ট্রাইক রেট ৬৪.৩১। তাঁর পক্ষে ২০০-র বেশি স্ট্রাইক রেট নিয়ে মন্তব্য করা খুব সহজ।” বিকাশ বোঝাতে চেয়েছেন, কোহলির স্ট্রাইক রেট নিয়ে মন্তব্য করার কোনও যোগ্যতা মঞ্জরেকরের নেই।
আরও পড়ুন:
এর আগেও কোহলির স্ট্রাইক রেট নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মঞ্জরেকর। রবীন্দ্র জাডেজাকেও ‘বিটস্ অ্যান্ড পিসেস্’ ক্রিকেটার বলেছিলেন তিনি। মঞ্জরেকর বোঝাতে চেয়েছিলেন, জাডেজা প্রকৃত অলরাউন্ডার নন। তিনি সব কিছু অল্প অল্প পারেন। জাডেজা সরাসরি মঞ্জরেকরকে জবাব দিয়েছিলেন। সেই ঘটনার জল অনেক দূর গড়িয়েছিল। এখন দেখার আইপিএলে কোহলিকে নিয়ে মঞ্জরেকরের মন্তব্যের জল কত দূর গড়ায়।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মঞ্জরেকর যা-ই বলুন না কেন, এ বারের আইপিএলে ফর্মে রয়েছেন কোহলি। ১০টি ম্যাচে ৪৪৩ রান করেছেন তিনি। ১৩৮.৮৭ স্ট্রাইক রেট ও ৬৩.২৯ গড়ে রান করেছেন। ১০টি ম্যাচে ছ’টি অর্ধশতরান করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটার। কমলা টুপির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ১০ ম্যাচ পরে যে বেঙ্গালুরু পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তার বড় কৃতিত্ব কোহলির। তার মাঝেই তাঁকে খোঁচা মেরেছেন মঞ্জরেকর। ফলে পাল্টা জবাবও শুনতে হচ্ছে তাঁকে।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ