রুটকে নকল কোহলীর ফাইল ছবি
চেয়েছিলেন জো রুটকে নকল করতে। পারলেন না বিরাট কোহলী। তবে ক্রিকেটীয় বিষয়ে নয়। অন্য একটি ব্যাপারে। কোহলীর সেই কাণ্ড নেটমাধ্যমে হাসির রসদ জোগাল। ভিডিয়ো ছড়িতে পড়তে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল। রুটকে নকল করতে না পারায় ইংরেজ সমর্থকরা একটু বেশিই উচ্ছ্বসিত।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন রুট। সে সময় তাঁকে দেখা যায় ক্রিজের উপর লম্বালম্বি ভাবে ব্যাটটি দাঁড় করিয়ে রাখতে। কোনও সাহায্য ছাড়াই ক্রিজের উপর সোজাসুজি দাঁড়িয়েছিল সেই ব্যাট। লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে একই কাজ করার চেষ্টা করেন কোহলী। কোনও সাহায্য ছাড়াই ব্যাটটিকে ক্রিজে দাঁড় করিয়ে রাখতে চেষ্টা করেন। বলা বাহুল্য, সফল হননি। দু’বার দু’দিক থেকে তিনি চেষ্টা করেছেন। কোনও বারই ব্যাটটি সোজা হয়ে দাঁড়ায়নি। কোহলী ব্যাট থেকে হাত তুলে নেওয়া মাত্র সেটি তাঁর দিকে ঝুঁকে পড়ে। দু’বার চেষ্টা করার পর হাল ছাড়েন কোহলী।
Which Test Cricket 👑 performed the 𝐮𝐥𝐭𝐢𝐦𝐚𝐭𝐞 𝐛𝐚𝐭𝐭𝐢𝐧𝐠 𝐭𝐫𝐢𝐜𝐤 better? 🤔
— Leicestershire Foxes 🏏 (@leicsccc) June 24, 2022
🏴 - Joe Root - @englandcricket
- Virat Kohli - @BCCI
🦊 #IndiaTourMatch | #LEIvIND | #TeamIndia pic.twitter.com/8t58tXZUAK
সমর্থকদের নজর এড়ায়নি তাঁর এই কাণ্ড। নেটমাধ্যমে ভিডিয়ো ছড়িয়ে পড়ে এবং অনুরাগীরা রুটের সঙ্গে তাঁর তুলনা করতে শুরু করে দেন। রুটের কাণ্ডের পর কোনও কোনও ইংরেজ সমর্থক তাঁকে ‘জাদুকর’ বলে উল্লেখ করা শুরু করেন। তাঁরা কোহলীর সঙ্গে রুটের তুলনা টানেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy