আইপিএল ট্রফি জিততে পারতেন, বললেন কোহলী ফাইল ছবি
আইপিএল-এর অন্যতম সফল ব্যাটার তিনি। সব থেকে বেশি রান তাঁর নামের পাশেই। কিন্তু এখনও ট্রফিজয়ের স্বাদ পাননি। তবে সম্প্রতি এক পডকাস্টে জানালেন, সুযোগ কাজে লাগালে আইপিএল জিততে পারতেন তিনিও। কারণ, অনেক দলই তাঁকে নিলামে কিনতে চেয়েছিল। কিন্তু কোহলী আরসিবি-র প্রতি দায়বদ্ধ থাকার কারণে কোনও দিন দল ছেড়ে যাননি।
কোহলী বলেছেন, “বিভিন্ন দল বিভিন্ন সময়ে আমাকে ডেকেছে। যে ভাবে হোক আমাকে নিলামে আসতে বলেছিল। আমি নিজেও অনেক বার ভেবেছি। অনেক বিখ্যাত ক্রিকেটাররাই ট্রফি জিতেছে, কিন্তু এ ভাবে কেউ আমাকে দলে চায়নি। যদি আপনি ভাল হন তা হলে লোকে আপনাকে চাইবে এবং খারাপ হলে আপনার থেকে দূরে সরে যাবে। এটাই জীবন।”
কোহলীর সংযোজন, “আরসিবি-র প্রতি আমার দায়বদ্ধতা বাকি সব কিছুর থেকে বেশি। অন্য দলের হয়ে ট্রফি জিতলে হয়ত সবাই বলবে, আমিও অবশেষে আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য হতে পারলাম। কিন্তু ওই দায়বদ্ধতাটা সবার থেকে আলাদা। আমি এ ভাবেই জীবনকে দেখি।” কোহলী আরও বলেছেন, “ওরা প্রথম তিন বছর যে ভাবে আমার খেয়াল রেখেছে, যে ভাবে বিশ্বাস রেখেছে, সেটা সব থেকে বিশেষ অনুভূতি।”
গত বার আইপিএল-এর পরেই নেতৃত্ব থেকে সরে যান কোহলী। তবে নিলামে তাঁকে ধরে রেখেছে আরসিবি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy