Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Virat Kohli

Virat Kohli: রুট, বাবরদের থেকে অনেক পিছিয়ে কোহলী, আইসিসি তালিকায় কোথায় বিরাট?

সদ্য প্রকাশিত আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় ১০ নম্বরে রয়েছেন বিরাট কোহলী। জো রুট, বাবর আজমদের থেকে অনেকটা পিছিয়ে তিনি।

আইসিসি ক্রমতালিকায় পিছিয়ে কোহলী

আইসিসি ক্রমতালিকায় পিছিয়ে কোহলী ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১৬:৫৮
Share: Save:

আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় ১০ নম্বরে রয়েছেন ভারতের বিরাট কোহলী। জো রুট, বাবর আজমরা তালিকায় প্রথম চারের মধ্যে রয়েছেন। তাঁদের থেকে অনেকটা পিছিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক।

আইসিসির সদ্য প্রকাশিত ক্রমতালিকায় কোহলীর পয়েন্ট ৭৪২। তালিকার শীর্ষে থাকা ইংল্যান্ডের রুটের পয়েন্ট ৮৯৭। দু’জনের পয়েন্টের পার্থক্য ১৫৫। গত ৫২৪ দিনে টেস্টে ১০টি শতরান করেছেন রুট। সেখানে কোহলীর ব্যাট থেকে একটিও শতরান আসেনি। তাই গত দেড় বছরে তাঁদের পয়েন্টের পার্থক্য ক্রমাগত বেড়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাশ লাবুশেন (৮৯২)। তিন নম্বরে অস্ট্রেলিয়ারই স্টিভ স্মিথ (৮৪৫)। চার নম্বরে পাকিস্তানের অধিনায়ক বাবর। তাঁর পয়েন্ট ৮১৫। অর্থাৎ কোহলীর থেকে ৭৩ পয়েন্ট বেশি বাবরের। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (৭৯৮)। কোহলী ছাড়া টেস্ট ব্যাটারদের তালিকায় আর এক জন ভারতীয় রয়েছেন। আট নম্বরে রয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা (৭৫৪)।

আইসিসির টেস্ট বোলারদের তালিকায় এক ধাপ উঠে তৃতীয় স্থানে এসেছেন যশপ্রীত বুমরা (৮৩০)। দ্বিতীয় স্থানে নিজের জায়গা ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন (৮৫০)। টেস্টের এক নম্বর বোলার অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (৯০১)। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাডেজা (৩৮৫)। দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁর স্পিন জুটি অশ্বিন (৩৪১)।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

Virat Kohli Babar Azam joe root ICC ICC Test Rankings
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy