বাঁ দিক থেকে বাবর আজম ও বিরাট কোহলী ফাইল চিত্র।
সদ্য প্রকাশিত আইসিসি-র টি২০ ব্যাটারদের ক্রমতালিকায় নামলেন ভারতের টি২০ দলের বিদায়ী অধিনায়ক বিরাট কোহলী। চার ধাপ পিছিয়ে অষ্টম স্থানে রয়েছেন কোহলী। তিনি নামলেও তালিকায় উঠে এসেছেন ভারতীয় দলের ওপেনার তথা নতুন সহ-অধিনায়ক লোকেশ রাহুল। তিন ধাপ উঠে পঞ্চম স্থানে রয়েছেন তিনি। তবে তালিকার শীর্ষেই রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম।
বুধবার টি২০-র নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা যাচ্ছে ৮৩৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন বাবর। চলতি টি২০ বিশ্বকাপেও দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। তাঁর নেতৃত্বে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে দল। চলতি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান ছাড়া কোহলীর ব্যাটে রান নেই। তার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। ভারতের হয়ে বিশ্বকাপে সব থেকে বেশি রান করেছেন রাহুল। তার ফলে তিনি উঠে এসেছেন তালিকায়।
After a strong #T20WorldCup campaign, Aiden Markram continues his climb
— ICC (@ICC) November 10, 2021
Plenty of movement in the @MRFWorldwide T20I player rankings https://t.co/vJD0IY4JPU pic.twitter.com/Y7tTwgdvPM
টি২০ ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের দাউইদ মালান। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। চারে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বাবরের ওপেনিং জুটি মহম্মদ রিজওয়ান রয়েছেন ষষ্ঠ স্থানে। তালিকায় থাকা বাকি তিন ব্যাটার হলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে, ইংল্যান্ডের জস বাটলার ও দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন।
বোলার ও অলরাউন্ডারদের ক্রমতালিকাও প্রকাশ করেছে আইসিসি। বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা। প্রথম দশে ভারতের কোনও বোলার নেই। অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি। সেই তালিকাতেও কোনও ভারতীয়র জায়গা হয়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy