মহিলাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রুয়ান্ডার এক পেসার ৪ বলে ৪ উইকেট নিয়ে জ়িম্বাবোয়েকে হারিয়েছেন। —প্রতীকী চিত্র
মহিলাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চমকে দিল রুয়ান্ডা। জ়িম্বাবোয়েকে ৩৯ রানে হারাল তারা। বল হাতে জ্বলে উঠলেন রুয়ান্ডার পেসার হেনরিয়েট ইশিমুয়ে। ৪ বলে ৪ উইকেট নিয়েছেন তিনি। জ়িম্বাবোয়ের শেষ ৫ উইকেট পড়েছে মাত্র ৬ বলে। আয়ারল্যান্ডের পরে এ বার জ়িম্বাবোয়েকেও হারাল ক্রিকেটে অখ্যাত এই দল।
প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান করেছিল রুয়ান্ডা। দলের সিংহভাগ রান করেন প্রথম তিন ব্যাটার। সব থেকে বেশি ৩৪ রান করেন অধিনায়ক গিসেল ইশিমুয়ে। ৩০ রান করেন সিন্থলা তুইজেরে। ১৮ রান আসে উইকেটরক্ষক মারভেল উয়াসের ব্যাট থেকে। অতিরিক্ত ২০ রান দেন জ়িম্বাবোয়ের বোলাররা। বাকি ব্যাটাররা কেউ দুই অঙ্কে পৌঁছতে পারেননি।
রান তাড়া করতে নেমে জ়িম্বাবোয়েরও উইকেট পড়ছিল নির্দিষ্ট ব্যবধানে। কিন্তু তার মধ্যেই ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোচ্ছিল তারা। জরুরি রানরেট কম থাকায় জ়িম্বাবোয়ের জেতার সুযোগ ছিল। একটা সময় ২৪ বলে ৩৯ রান দরকার ছিল জ়িম্বাবোয়ের। তখনই ভাঙল তাদের ব্যাটিং।
১৮তম ওভারের পঞ্চম বলে রান আউট হন জ়িম্বাবোয়ের আদিলে জিমুনহু। শেষ বলে কোনও রান হয়নি। পরের ওভারে বল করতে যান হেনরিয়েট। প্রথম বলে বিপক্ষ ব্যাটারকে বোল্ড করেন তিনি। পরের বলে এলবিডব্লিউ আউট করেন। তৃতীয় বলে ব্যাটারকে বোল্ড করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হেনরিয়েট। চার নম্বর বলে জ়িম্বাবোয়ের শেষ ব্যাটারকে বোল্ড করে সাজঘরে পাঠান তিনি। ফলে ৮০ রানেই অল আউট হয়ে যায় জ়িম্বাবোয়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy