Advertisement
০২ নভেম্বর ২০২৪
India U19

India U-19: কোভিড-মুক্ত ধুলরা, বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ভারতীয় শিবিরে খুশির খবর

শুক্রবারই ধুলদের কোভিড থেকে সরে ওঠার খবর জানানো হয়েছে। কিন্তু সিন্ধুর জন্য কিছুটা হলেও মন খারাপ ভারতীয় শিবিরে।

খুশির খবর শিবিরে

খুশির খবর শিবিরে ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ২১:৩২
Share: Save:

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শনিবার বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে ভারত। তার আগে আশার খবর শিবিরে। অধিনায়ক যশ ধুল, সহ-অধিনায়ক শেখ রশিদ-সহ পাঁচ ক্রিকেটারই কোভিড-মুক্ত। ফলে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে অসুবিধা নেই তাঁদের। তবে খারাপ খবর হল, কোভিডে আক্রান্ত হয়েছেন নিশান্ত সিন্ধু। তিনিই ধুলের অনুপস্থিতিতে শেষ দু’টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন।

শুক্রবারই ধুলদের কোভিড থেকে সেরে ওঠার খবর জানানো হয়েছে। কিন্তু সিন্ধুর জন্য কিছুটা হলেও মন খারাপ ভারতীয় শিবিরে। সাত দিনের নিভৃতবাসে থাকতে হবে সিন্ধুকে। ফলে বাংলাদেশকে হারালেও আগামী শনিবার পাকিস্তান বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামা হবে না তাঁর।

ধুল এবং রশিদ ফেরায় ব্যাটিংয়ে আরও শক্তিশালী হয়ে উঠল ভারত। সিদ্ধার্থ যাদব এবং আরাধ্য যাদবও ফিরছেন প্রথম একাদশে। পাঁচ রিজার্ভ ক্রিকেটারকে আগেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাঠিয়েছে বোর্ড। তবে নতুন করে একাধিক ক্রিকেটার করোনায় আক্রান্ত না হলে তাঁদের দরকার পড়বে না।

অন্য বিষয়গুলি:

India U19 ICC U19 World Cup 2022 Bangladesh U19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE