Advertisement
০৮ অক্টোবর ২০২৪
India Vs Bangladesh

বুধে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম ১১-য় জোড়া বদলের সম্ভাবনা, খেলতে পারেন কলকাতার পেসার

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে সহজেই হারিয়েছে ভারত। বুধবার দ্বিতীয় ম্যাচ। দিল্লির মাঠে ভারতের প্রথম একাদশে জোড়া বদল হতে পারে। খেলতে পারেন কেকেআরের পেসার।

cricket

আলোচনায় অধিনায়ক-কোচ। সূর্যকুমার যাদব (বাঁ দিকে) ও গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ১৬:২২
Share: Save:

জিতলেও প্রথম একাদশে বদল করতে পারেন গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদবেরা। গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে সহজেই হারিয়েছে ভারত। বুধবার দ্বিতীয় ম্যাচ। দিল্লির মাঠে ভারতের প্রথম একাদশে জোড়া বদল হতে পারে। খেলতে পারেন কেকেআরের পেসার।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ—

অভিষেক শর্মা: প্রথম ম্যাচে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে বড় রান করতে চাইবেন অভিষেক। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দেখা যেতে পারে তাঁকে।

সঞ্জু স্যামসন: অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, তিনটি ম্যাচেই খেলবেন সঞ্জু। ফলে দিল্লিতে অভিষেকের সঙ্গে ওপেন করবেন সঞ্জু।

সূর্যকুমার যাদব: দলের অধিনায়ক। গোয়ালিয়রে ভাল খেলেছেন। দিল্লিতেও মারকুটে ব্যাট করতে চাইবেন তিনি।

হার্দিক পাণ্ড্য: গোয়ালিয়রে ব্যাটে-বলে নিজের কাজ করেছেন। দিল্লিতেও তিনি ভারতীয় দলের অন্যতম ভরসার জায়গা।

তিলক বর্মা: গোয়ালিয়রে খেলেছিলেন নীতীশ রেড্ডি। অভিষেক হয়েছিল তাঁর। এই সিরিজ়ে ঘুরিয়ে-ফিরিয়ে বাকিদের দেখে নিতে পারে ম্যানেজমেন্ট। দিল্লিতে তাই নীতীশের বদলে খেলতে পারেন তিলক।

রিয়ান পরাগ: গোয়ালিয়রে বল করেননি। ব্যাট করতে নামতে হয়নি। দিল্লিতে স্পিনার পরাগকে দেখা যেতে পারে। পাশাপাশি বড় রান করতে চাইবেন তিনি।

রিঙ্কু সিংহ: দলের ফিনিশার। দিল্লিতেও ভারতীয় দলের অন্যতম ভরসার জায়গা তিনি।

হর্ষিত রানা: গোয়ালিয়রে খেলেননি। দিল্লিতে ওয়াশিংটন সুন্দরের বদলে খেলতে পারেন কলকাতা নাইট রাইডার্সের পেসার হর্ষিত। দিল্লির ছেলে হওয়ায় সেখানকার উইকেট ভাল ভাবে চেনেন তিনি। রিয়ার ও অভিষেক থাকায় বিকল্প বোলারের সমস্যাও হবে না ভারতের।

বরুণ চক্রবর্তী: তিন বছর পর জাতীয় দলে ফিরে গোয়ালিয়রে ৩ উইকেট নিয়েছেন। দিল্লিতেও প্রথম একাদশে দেখা যাবে তাঁকে।

আরশদীপ সিংহ: টি-টোয়েন্টিতে ভারতের অন্যতম সেরা বোলার। নতুন বলের পাশাপাশি পুরনো বলেও সমান দক্ষ তিনি।

মায়াঙ্ক যাদব: অভিষেকে গতিতে নজর কেড়েছেন। তাঁকে এই সিরিজ়ে খেলিয়ে দেখে নিতে চাইবেন গম্ভীরেরা। তাই দিল্লিতেও ভারতের প্রথম একাদশে দেখা যাবে তাঁকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE