চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতেই সক্রিয় ক্রিকেট বেটিং চক্র। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পানাজির কাছে পিলেরনে গ্রামের একটি বাড়িতে হানা দেয় গোয়া পুলিশ। সেখান থেকে হাতেনাতে ধরা পড়ে তিন জন। তাঁদের গ্রেফতার করা হয়েছে।
ধৃতেরা কেউই গোয়ার বাসিন্দা নন। কর্মসূত্রে তাঁরা পানাজিতে থাকেন। আদতে সকলেই গুজরাতের বাসিন্দা। ধৃতদের নাম মাকসুদ মোদান (২৮), আসিফভাই জিয়াউদিনভাই (২৫) এবং রিজ়ভান ভাশ (২০)। চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের একটি রাউটার এবং নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা বাজেয়াপ্ত হয়েছে। ধৃতদের জেরা করে আর কেউ জড়িত রয়েছে কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুক্রবার ধৃতদের আদালতে হাজির করানো হয়।
আরও পড়ুন:
বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করেছেন রোহিত শর্মারা। নাজমুল হোসেন শান্তর দলকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। শতরান করেন শুভমন গিল। ৫ উইকেট নেন মহম্মদ শামি।