Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Mitchell Marsh

Mitchell Marsh: আইপিএল খেলতে এসে গায়ে লাগল অভিশাপ! কেন এমন উপলব্ধি অস্ট্রেলীয় ক্রিকেটারের

কোচ পন্টিংকে নিয়ে উচ্ছ্বসিত মার্শ। পন্টিং কী ভাবে ক্রিকেটারদের পাশে থাকেন, সকলকে আগলে রাখেন তা জানিয়েছেন অস্ট্রেলীয় অলরাউন্ডার।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ১৪:৫৫
Share: Save:

ভারত সফর মানেই মিচেল মার্শের কাছে সমস্যা। এ বারও অন্যথা হয়নি। চোট নিয়েই এসেছিলেন আইপিএল খেলতে। প্রতিযোগিতার মাঝে আক্রান্ত হন করোনায়। হতাশ হয়ে পড়েন মিচেল মার্শ। অস্ট্রেলীয় ক্রিকেটারের মনে হয়েছিল, ভারত সফর তাঁর জন্য অভিশপ্ত।

প্রতি বছরই আইপিএলের সময় কোনও না কোনও চোট থাকে মার্শের। ভারতে আসার আগে প্রতিবার চোট পাওয়া নিয়ে হতাশ মার্শ। এ বার তার সঙ্গে যুক্ত হয়েছিল করোনা। যা তাঁর হতাশা আরও বাড়িয়ে দিয়েছিল। এ বারের আইপিএলের আটটি ম্যাচ খেলেন। দু’টি অর্ধশতরান-সহ করেন ২৫১ রান। দেশের ফেরার পর ক্রিকেট অস্ট্রেলিয়াকে ভারত সফরের অভিজ্ঞতার কথা বলেছেন। সেখানেই নিজের চোট, অসুস্থতা নিয়ে মার্শ বলেছেন, ‘‘সপ্তাহ দু’য়েক পর থেকেই মনে হচ্ছিল, ভারত সফর আমার জন্য অভিশপ্ত। একটা চোট নিয়ে ভারতে গিয়েছিলাম। সেটা খুবই ছোট ছিল। একটা ম্যাচ খেলার পরেই করোনা হল। স্বাভাবিক ভাবেই শুরুটা ভাল করতে পারিনি। একটা ভাল ইনিংসের পর অবশ্য ধারাবাহিক ভাবে পারফর্ম করতে পেরেছি। সফরের এই সময়টা ভালই ছিল।’’

আইপিএলে কোচ হিসেবে পেয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে। তা নিয়েও নিজের উচ্ছ্বাস গোপন করেননি মার্শ। বলেছেন, ‘‘সকলেই ওঁকে নিয়ে অনেক কথা বলেন। ক্রিকেটার হিসেবে কত সাফল্য পেয়েছেন, সে সব বলেন। আমি অন্য কথা বলতে চাই। আর কাউকে ওঁর মতো ক্রিকেটারদের আগলে রাখতে দেখিনি। মনে হয় এই গুণটাই ওঁকে ভাল অধিনায়কের পাশাপাশি দলের দুর্দান্ত নেতা করে তুলেছিল।’’

মিচেল মার্শ।

মিচেল মার্শ। ফাইল ছবি।

কোচ পন্টিং সম্পর্কে মার্শ আরও বলেছেন, ‘‘আমি যে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, এই অনুভূতিটা পন্টিংই তৈরি দিয়েছিলেন। সব সময় সাহস দেন। পাশে থাকেন। ক্রিকেটাররাও আত্মবিশ্বাস পায়।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE