Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Rohit Sharma

India vs West Indies: ফ্লরিডার প্রথম ম্যাচে খেলবেন রোহিত? ভারত অধিনায়কের চোটের অবস্থা কীরকম

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করার সময় পিঠে চোট পান রোহিত শর্মা। চতুর্থ ম্যাচে তাঁর খেলা নিয়ে তৈরি হয় সংশয়।

ফ্লরিডার প্রথম ম্যাচ খেলতে পারেন রোহিত।

ফ্লরিডার প্রথম ম্যাচ খেলতে পারেন রোহিত। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২২ ১৫:২৯
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে কি খেলতে পারবেন অধিনায়ক রোহিত শর্মা? ভারতীয় দলের পক্ষ থেকে সরকারি ভাবে কিছু বলা হয়নি। সূত্রের খবর, ফ্লরিডায় প্রথম ম্যাচ খেলতে পারবেন রোহিত। তাঁর পিঠে ব্যথা নেই।

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করার সময় পিঠে টান লাগে রোহিতের। যন্ত্রণা নিয়ে দলের ফিজিয়োর সঙ্গে মাঠ ছাড়েন তিনি। পরে আর ব্যাট করতে পারেননি। ক্যারিবিয়ান জোরে বোলার আলজারি জোসেফের একটি বলে এগিয়ে এসে চার মারার সময় তাঁর পিঠের পেশিতে টান লাগে। তার পরেই চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়।

ভারতীয় ক্রিকেট বোর্ড নেটে রোহিতের ব্যাটিং অনুশীলনের একটি ছবি পোস্ট করেছে নেটমাধ্যমে। জানা গিয়েছে, নেটে স্বাভাবিক ছন্দেই ব্যাটিং করেছেন রোহিত। কোনও সমস্যা হয়নি তাঁর। সে কারণেই শনিবারের ম্যাচে রোহিত খেলবেন বলেই মনে করা হচ্ছে। যদিও ভারতীয় দলের তরফে সরকারি ভাবে এ নিয়ে কিছু জানানো হয়নি। শেষ পর্যন্ত রোহিত খেলতে না পারলে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার দীপক হুডা।

রোহিত খেললে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতের প্রথম একাদশ হতে পারে এ রকম: সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাডেজা, হর্ষল পটেল, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল এবং অর্শদীপ সিংহ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE