রুতুরাজ গায়কোয়াড়। ছবি: টুইটার।
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট বোর্ড মহিলাদের বিভাগে সেরা দল পাঠালেও পুরুষদের বিভাগে তা পাঠাচ্ছে না। বিশ্বকাপ ক্রিকেট থাকায় সেটা সম্ভব হচ্ছে না। এশিয়ান গেমসে হরমনপ্রীত কৌরেরা থাকলেও রোহিত শর্মা, বিরাট কোহলিরা খেলবেন না। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে বোর্ড তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের মাঝেই তাঁর চোখে এশিয়ান গেমসের সোনার পদক।
চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিংহ ধোনির সতীর্থের আশা, এশিয়ান গেমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়ার সুযোগ পাবেন। দল নিয়ে আত্মবিশ্বাসী তরুণ অধিনায়ক। ভারতীয় দলের সঙ্গে রুতুরাজ গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ় সফরে। প্রথম টেস্টে অবশ্য খেলার সুযোগ পাননি। দলের হোটেল থেকে ভিডিয়ো বার্তায় এশিয়ান গেমস নিয়ে বক্তব্য জানিয়েছেন রুতুরাজ।
এশিয়ান গেমসের মতো আসরে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এবং গর্বিত রুতুরাজ। এমন সুযোগ পাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রুতুরাজ বলেছেন, ‘‘বোর্ড কর্তা এবং নির্বাচকদের ধন্যবাদ আমাকে উপযুক্ত মনে করার জন্য। ভারতের জন্য মাঠে নামতে পারলে সব সময় গর্ব হয়। এমন বড় প্রতিযোগিতায় নেতৃত্বের দায়িত্ব ব্যক্তিগত ভাবে আমার জন্য একটা দারুণ সুযোগ। যারা দলে রয়েছে, তারাও একটা ভাল সুযোগ পেল। ইতিবাচক ভাবে দেখতে চাই সব কিছু।’’
এশিয়ান গেমসে ভাল পারফরম্যান্স নিয়েও আশাবাদী রুতুরাজ। তিনি বলেছেন, ‘‘দলের সবাই তরুণ। খুব মজা হবে। সবাই সবাইকে গত দু’এক বছর ধরে চিনি। আইপিএল বা ঘরোয়া ক্রিকেটে আমরা এক সঙ্গে বা পরস্পরের বিরুদ্ধে খেলেছি। ভারতীয় ‘এ’ দলের হয়েও এক সঙ্গে খেলেছি আমরা। এশিয়ান গেমস থেকে দেশের প্রতিনিধিত্ব করাই গর্বের ব্যাপার। অবশ্যই দেশকে আমরা পদক দিতে চাই। এই ধরনের প্রতিযোগিতায় আমরা কখনও খেলিনি। টেলিভিশনে দেখেছি। আশা করছি দলের সবাই খুব উত্তেজিত থাকবে।’’ ক্রিকেটপ্রেমীদের পাশে থাকার আর্জি জানিয়েছেন রুতুরাজ। বিশ্বকাপ বা বিভিন্ন সিরিজ়ের সময় সমর্থকেরা যে ভাবে দলের পাশে থাকেন, তেমন এশিয়ান গেমসের সময়ও থাকার অনুরোধ করেছেন।
🗣️ “𝑻𝒉𝒆 𝒅𝒓𝒆𝒂𝒎 𝒘𝒐𝒖𝒍𝒅 𝒃𝒆 𝒕𝒐 𝒘𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒈𝒐𝒍𝒅 𝒎𝒆𝒅𝒂𝒍, 𝒔𝒕𝒂𝒏𝒅 𝒐𝒏 𝒕𝒉𝒆 𝒑𝒐𝒅𝒊𝒖𝒎 𝒂𝒏𝒅 𝒔𝒊𝒏𝒈 𝒕𝒉𝒆 𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝒂𝒏𝒕𝒉𝒆𝒎 𝒇𝒐𝒓 𝒕𝒉𝒆 𝒄𝒐𝒖𝒏𝒕𝒓𝒚”
— BCCI (@BCCI) July 15, 2023
A happy and proud @Ruutu1331 is excited to lead #TeamIndia at the #AsianGames 😃 pic.twitter.com/iPZfVU2XW8
এশিয়ান গেমসে পুরুষদের ১৫ জনের দলে দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ। এ ছাড়া ব্যাটারদের মধ্যে রয়েছেন রাহুল ত্রিপাঠি, তিলক বর্মা, রিঙ্কু সিংহেরা। দুই উইকেটরক্ষক জিতেশ শর্মা এবং প্রভসিমরন সিংহ। স্পিন বিভাগ সামলাবেন ওয়াশিংটন সুন্দর, শাহবাজ় আহমেদ এবং রবি বিষ্ণোই। অলরাউন্ডার শিবম দুবেকে দলে নেওয়া হয়েছে। দলে রয়েছেন চার পেসার। বাংলার মুকেশ কুমার-সহ আছেন আবেশ খান, আরশদীপ সিংহ এবং শিবম মাভি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy