সাত উইকেটে হার ভারতের। ছবি: পিটিআই
জোহানেসবার্গে প্রথম বার ভারতের বিরুদ্ধে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা। সিরিজে সমতা ফেরানোর সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টও তুলে নিল ডিন এলগারের দল। দুটো টেস্ট খেলে একটা জিতে এগিয়ে গেল জয়ের শতাংশের হিসাবেও। যদিও পয়েন্ট তালিকায় ভারতের থেকে এক ধাপ নীচেই রইল তারা।
সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে হারের পর আট নম্বরে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে জিতে পাঁচ নম্বরে উঠে এসেছে তারা। ৫০ শতাংশ ম্যাচ জিতে তিন ধাপ উঠে এসেছে প্রোটিয়ারা। ভারত যদিও হারের পরেও চার নম্বর জায়গা ধরে রেখেছে। তাদের জয়ের হার ৫৫.২১ শতাংশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট নয়, জয়ের শতাংশের হিসেবে ক্রমতালিকা নির্ধারিত হয়। দক্ষিণ আফ্রিকা এখনও অবধি দুটি ম্যাচ খেলে একটিতে জেতায় তাদের জয়ের হার ৫০ শতাংশ।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। দুই দলই এখনও অবধি সব ম্যাচ জিতেছে। তাই তাদের জয়ের হার ১০০ শতাংশ।
The #WTC23 standings after South Africa's historic win over India 👀 pic.twitter.com/4OFegawy7F
— ICC (@ICC) January 6, 2022
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট শুরু ১১ জানুয়ারি থেকে। সেই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে। দুই দলই তাকিয়ে রয়েছে কেপ টাউনের দিকে। ভারতের জন্য আশার খবর, সেই টেস্টে ফিরতে পারেন বিরাট কোহলী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy