Advertisement
১৮ নভেম্বর ২০২৪
India in ICC Rankings

শিখরে ভারত, ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষস্থানে রোহিতেরা, পাকিস্তান, বাংলাদেশ কোথায়?

ক্রিকেটের তিন ফরম্যাটেই আইসিসি ক্রমতালিকায় শীর্ষে ভারত। বাকি দলগুলির থেকে এগিয়ে রয়েছেন রোহিত শর্মারা। ভারতের দুই পড়শি বাংলাদেশ ও পাকিস্তান কোথায় রয়েছে?

cricket

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০২৪ ১৭:২২
Share: Save:

দেশের মাটিতে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ়ে হারিয়ে আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছে ভারত। শুধু টেস্ট নয়, বাকি দু’টি ফরম্যাটেও শীর্ষে রয়েছেন রোহিত শর্মারা। ক্রিকেটের তিন ফরম্যাটে ভারতের দুই পড়শি দেশ পাকিস্তান ও বাংলাদেশ কত নম্বরে রয়েছে?

টেস্টে ভারতের রেটিং ১২২। ৩৮টি ম্যাচ খেলে ৪৬৩৬ পয়েন্ট পেয়েছেন রোহিতেরা। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ৩৭টি টেস্ট খেলে ৪৩৪৫ পয়েন্ট পেলেও ভারতের থেকে রেটিংয়ে (১১৭) পিছিয়ে প্যাট কামিন্সেরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় অনেকটা পিছিয়ে থাকলেও আইসিসি তালিকায় তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড। বেন স্টোকসদের পয়েন্ট (৪৯ ম্যাচ খেলে ৫৪৪৩) সব থেকে বেশি হলেও রেটিং (১১১) কম তাদের।

এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান। বাবর আজ়মদের পয়েন্ট ২৯ ম্যাচে ২৫৭৬। রেটিং ৮৯। বাংলাদেশ রয়েছে নবম স্থানে। তাদের পয়েন্ট ২২ ম্যাচ খেলে ১১৩১। রেটিং ৫১।

এক দিনের ক্রমতালিকায় ভারত এক নম্বরে। ৫৮ ম্যাচ খেলে রোহিতদের পয়েন্ট ৭০২০। তাঁদের রেটিং ১২১। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ৪৫ ম্যাচ খেলে কামিন্সদের পয়েন্ট ৫৩০৯। তাঁদের রেটিং ১১৮। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ৩৭টি ম্যাচে ৪০৬২ পয়েন্ট পেয়েছে। তাদের রেটিং ১১০।

এই তালিকায় চার নম্বরে রয়েছে পাকিস্তান। ৩৬টি ম্যাচে বাবরদের পয়েন্ট ৩৯২২। তাঁদের রেটিং ১০৯। এক দিনের ক্রমতালিকায় বাংলাদেশ রয়েছে আট নম্বরে। ৪৭টি ম্যাচে তাদের পয়েন্ট ৪০৯৫। বাংলাদেশের রেটিং ৮৭।

টি-টোয়েন্টি ক্রমতালিকায় শীর্ষে থাকা ভারত ৭১টি ম্যাচ খেলে ১৮৮৬৭ পয়েন্ট পেয়েছে। রোহিতদের রেটিং ২৬৬। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। ৪৮টি ম্যাচে তাদের পয়েন্ট ১২৩০৫। রেটিং ২৫৬। তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ৪৫টি ম্যাচে ১১৪৬০। রেটিং ২৫৫।

এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। ৫৮টি ম্যাচে তাদের পয়েন্ট ১৪৪৫৪। বাবরদের রেটিং ২৪৯। বাংলাদেশ রয়েছে নবম স্থানে। ৪৮টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১০৯২০। তাদের রেটিং ২২৮।

অন্য বিষয়গুলি:

Rohit Sharma BCCI ICC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy