Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Narayan Jagadeesan

ভারতের ঘরোয়া ক্রিকেটে বিশ্বরেকর্ড, এক দিনের ম্যাচে ১৪১ বলে ২৭৭ রান করলেন ব্যাটার

ক্রিকেটে বিশ্বরেকর্ড হল এক ভারতীয় ব্যাটারের হাত ধরে। ঘরোয়া এক দিনের ক্রিকেটে সোমবার ১৪১ বলে ২৭৭ রান করলেন তিনি। ইনিংসে ২৫টি চার ও ১৫টি ছক্কা মেরেছেন তিনি।

মাত্র ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেছেন জগদীশন। তাঁর ব্যাটে ভর করে বড় রান করেছে তামিলনাড়ু।

মাত্র ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেছেন জগদীশন। তাঁর ব্যাটে ভর করে বড় রান করেছে তামিলনাড়ু। প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ১৩:১৯
Share: Save:

বিশ্বরেকর্ড করলেন তামিলনাড়ুর ব্যাটার নারায়ণ জগদীশন। ভারতের ঘরোয়া এক দিনের ক্রিকেট প্রতিযোগিতা বিজয় হজারে ট্রফিতে ২৭৭ রান করলেন তিনি। সব মিলিয়ে বিশ্বের যাবতীয় এক দিনের ম্যাচে (ঘরোয়া এবং আন্তর্জাতিক) এক ইনিংসে এত রান আর কারও নেই।

সোমবার বিজয় হজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেছেন জগদীশন। মেরেছেন ২৫টি চার ও ১৫টি ছক্কা। এর আগে এই রেকর্ড ছিল এডি ব্রাউনের দখলে। ২০০২ সালে সারের হয়ে গ্লামোরগনের বিরুদ্ধে ১৬০ বলে ২৬৮ রান করেছিলেন তিনি। তিন নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০১৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৩ বলে ২৬৪ রান করেছিলেন রোহিত। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি এক ইনিংসে করা সর্বাধিক রান। তালিকায় চার নম্বরে রয়েছেন ডার্সি শর্ট। ২০১৮ সালে পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ১৪৮ বলে ২৫৭ রান করেছিলেন তিনি। প্রথম পাঁচে আরও এক জন ভারতীয় ব্যাটার রয়েছেন। ২০১৩ সালে ভারত এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ১৫০ বলে ২৪৮ রান করেছিলেন ভারতের বাঁ হাতি ব্যাটার।

তামিলনাড়ুর ব্যাটার নারায়ণ জগদীশন।

তামিলনাড়ুর ব্যাটার নারায়ণ জগদীশন। —ফাইল চিত্র

অরুণাচল প্রদেশের বিরুদ্ধে তামিলনাড়ুর হয়ে ওপেন করতে নেমেছিলেন জগদীশন। ওপেনিংয়েই সাই সুদর্শনের সঙ্গে ৪১৬ রানের জুটি বাঁধেন তিনি। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন জগদীশন। অরুণাচলের কোনও বোলারই তাঁকে সমস্যায় ফেলতে পারেননি। মাঠের চারদিকে বড় শট খেলছিলেন জগদীশন। শতরান করার পরে রানের গতি আরও বেড়ে যায়। ১৯৬৪৫ স্ট্রাইক রেটে রান করেছেন জগদীশন।

ইনিংসের ৪২তম ওভারে চেতন আনন্দের বলে আউট হয়ে যান জগদীশন। নইলে ৩০০ রান করার সুযোগ ছিল তাঁর। দলের অপর ওপেনার সুদর্শনও শতরান করেছেন। ১০২ বলে ১৫৪ রান করেছেন তিনি। কিন্তু জগদীশনের ব্যাটিংয়ের কাছে সেই ইনিংসকেও মন্থর মনে হয়েছে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০৬ রান করেছে তামিলনাড়ু। শেষ দিকে রানের গতি কিছুটা হলেও কমে যায়। নইলে আরও বেশি রান করতে পারত তারা।

অন্য বিষয়গুলি:

Narayan Jagadeesan Vijay Hazare trophy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE