টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্ততিতে ফাঁক রাখছেন না কোহলি। ছবি: টুইটার।
দীর্ঘ দিন প্রত্যাশিত ছন্দে না থাকার পর গত এশিয়া কাপ থেকে আবার চেনা মেজাজে ফিরেছেন বিরাট কোহলি। ব্যাট রান আসায় তাঁর মেজাজও রয়েছে ফুরফুরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। বাদ যাচ্ছে না তাঁর প্রতি দিনের জিমও।
ফিটনেস নিয়ে বরাবরই সচেতন কোহলি। গুরুত্বও দেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাই জিমে বাড়তি ঘাম ঝড়াচ্ছেন। সেখানেও বেশ তরতাজা দেখাচ্ছে কোহলিকে। জিমে তাঁর শারীরিত কসরতের ভিডিয়ো তুলেছেন সূর্যকুমার যাদব। ভিডিয়োটি সমাজমাধ্যমে নিজেই দিয়েছেন কোহলি। লিখেছেন, ‘গতিশীলতাই চাবিকাঠি’। ভিডিয়ো টি যে সূর্যকুমার তুলেছেন, তাও জানিয়েছেন কোহলি। সূর্যকুমারকে ‘ভাউ’ বা ভাই বলে সম্বোধন করেছেন তিনি।
Mobility is key 👌
— Virat Kohli (@imVkohli) October 12, 2022
Video credit - bhau @surya_14kumar pic.twitter.com/SjHH9l2g89
১০ অক্টোবর পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেনি কোহলি। বুধবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক। উল্লেখ্য, এশিয়া কাপের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম শতরান করেন কোহলি। এক মাস বিশ্রাম নিয়ে ক্রিকেটে ফিরে এশিয়া কাপে চেনা ছন্দে ফেরেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy