নেটে সতীর্থের বল খেলতে পারছেন না রোহিত। ছবি: টুইটার।
কী বিপজ্জনক বোলার রে ভাই! নেটে ব্যাটিং অনুশীলনের সময় হঠাৎই বলে উঠলেন রোহিত শর্মা।
যাঁর সম্পর্কে এমন কথা বললেন ভারতীয় দলের অধিনায়ক, সেই মহম্মদ শামিকে চলতি বছরে সীমিত ওভারের ক্রিকেটে ব্রাত্য করে রেখেছিলেন জাতীয় নির্বাচকরা। তাঁকে মূলত ভাবা হচ্ছিল টেস্ট ক্রিকেটের জন্য। নামিবিয়ার বিরুদ্ধে ২০২১ সালের ৮ নভেম্বর শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন শামি। যশপ্রীত বুমরা চোট না পেলে রোহিতের কথায় ‘সব থেকে বিপজ্জনক বোলার’-এর খেলাই হত না টি-টোয়েন্টি বিশ্বকাপ!
নেটে রোহিতকে বল করছিলেন শামি এবং আরশদীপ সিংহ। থ্রো ডাউন বিশেষজ্ঞও ছিলেন। শামির দু’টি বল কার্যত খেলতেই পারেননি রোহিত। কোনও রকমে উইকেট বাঁচান। তার পরেই ভারতীয় দলের অধিনায়ক বলে ওঠেন, ‘‘আরে ইয়ে তো ডেঞ্জার বোলার হ্যায় ভাই। সবসে ডেঞ্জার।’’ অর্থাৎ, ‘আরে ভাই এ তো বিপজ্জনক বোলার। সব থেকে বিপজ্জনক।’
Rohit Sharma mic'd up
— ICC (@ICC) October 22, 2022
All ears on the captain during India's practice session ahead of their first #T20WorldCup match.
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের ২০তম ওভারে শামিকে বল করতে ডাকেন রোহিত। দীর্ঘ দিন ২০ ওভারের ক্রিকেট না খেলায় তাঁর উপর ততটা ভরসা করতে পারেননি অধিনায়ক। এক ওভার দেখে নিতে চেয়েছিলেন। সেই ওভারেই নিজের দক্ষতা দেখিয়ে দেন শামি। ১ ওভারে ৪ রান দিয়ে ৩ উইকেট নেন। একটি রান আউটও করেন। ভারতকে ৬ রানে অবিশ্বাস্য জয় এনে দেন শামি। তার পর থেকে নেটেও সতীর্থদের নাজেহাল করে ছাড়ছেন বাংলার জোরে বোলার। তাঁর দ্রুত গতির ইনসুইং ইয়র্কার স্বপ্ন দেখাচ্ছে ভারতীয় দলকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy