বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরে হতাশ রোহিত। অন্য দিকে বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতেছেন বাবর আজমরা। —ফাইল চিত্র
দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হেরে যাওয়ায় এক ধাক্কায় বদলে গিয়েছে গ্রুপ ২-এর অঙ্ক। পয়েন্ট তালিকায় রদবদল হয়েছে। শীর্ষে দক্ষিণ আফ্রিকা। বাকিরা কে কোথায় দাঁড়িয়ে দেখে নেওয়া যাক।
ভারতকে হারিয়ে গ্রুপ শীর্ষে দক্ষিণ আফ্রিকা। তাদের একটি ম্যাচ বৃষ্টির জেরে ভেস্তে যাওয়ায় ৩টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫। নেট রানরেটে অনেকটা এগিয়ে তারা। দক্ষিণ আফ্রিকার নেট রানরেট +২.৭৭২।
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এসেছে ভারত। ৩টি ম্যাচে রোহিত শর্মাদের পয়েন্ট ৪। তাদের নেট রানরেট +০.৮৪৪।
পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ। ৩টি ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্টও ৪। ভারতের সমান পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে বাংলাদেশ। শাকিবদের নেট রান রেট -১.৫৩৩।
বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে যাওয়ায় ৩টি ম্যাচ খেলে ৩ পয়েন্ট জ়িম্বাবোয়ের। তারা রয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। পাকিস্তানকে হারিয়ে চমকে দেওয়া ক্রেগ আরভিনদের নেট রান রেট -০.০৫০।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাকিস্তান জিতলেও পয়েন্ট তালিকায় তাদের জায়গার কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ পাঁচ নম্বরেই রয়েছেন বাবর আজমরা। ৩টি ম্যাচ খেলে পাকিস্তানের পয়েন্ট ২। তাদের নেট রানরেট +০.৭৬৫।
অন্য দিকে নেদারল্যান্ডস ৩টি ম্যাচ খেলে ৩টিতেই হেরেছে। বৃষ্টির জন্য তাদের কোনও ম্যাচ বাতিল হয়নি। তাদের পয়েন্ট শূন্য। নেট রানরেটেও সব থেকে পিছনে তাঁরা। নেদারল্যান্ডসের নেট রান রেট -১.৯৪৮।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy