Advertisement
২৯ সেপ্টেম্বর ২০২৪
Sachin Tendulkar

বুমরা না থাকায় কতটা ক্ষতি হতে পারে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মুখ খুললেন সচিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন সচিন। সেখানে অধিনায়ক রোহিত শর্মাকে পরামর্শ দেওয়ার পাশাপাশি দলকে বেশ কিছু পরিকল্পনাও বাতলে দিয়েছেন।

বুমরাকে নিয়ে কথা বললেন সচিন।

বুমরাকে নিয়ে কথা বললেন সচিন। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ২২:০৬
Share: Save:

চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন যশপ্রীত বুমরা। তাঁর না থাকা ভারতের কাছে ‘বিরাট ধাক্কা’ বলেই মনে করছেন সচিন তেন্ডুলকর। তবে এটাও জানিয়েছেন, বুমরার জায়গায় মহম্মদ শামিই যোগ্যতম পরিবর্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন সচিন। সেখানে অধিনায়ক রোহিত শর্মাকে পরামর্শ দেওয়ার পাশাপাশি দলকে বেশ কিছু পরিকল্পনাও বাতলে দিয়েছেন।

প্রথমেই বুমরা সম্পর্কে সচিন বলেছেন, “বুমরার না থাকা বড় ক্ষতি। ভারতের প্রধান স্ট্রাইক বোলার ও। সত্যিকারের এক জন জোরে বোলার, যে ব্যাটারদের উপর দাপট দেখিয়ে উইকেট পেতে পারে। তবে শামি প্রমাণ করে দিয়েছে ও বুমরার আদর্শ পরিবর্ত হতে পারে।” শামির পাশাপাশি আরশদীপ সিংহকে নিয়েও মুগ্ধ সচিন। তাঁর মতে, আরশদীপের দায়বদ্ধতা অনেক বেশি। পাশাপাশি, কম বয়সেও যথেষ্ট বুদ্ধিদীপ্ত বোলিং করতে পারেন। সচিনের কথায়, “আরশদীপ সব সময় একটা পরিকল্পনা নিয়ে নামে। যেটা ঠিক মনে করে সেটাই করে দেখায়। এই ফরম্যাটে এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটাররা সব সময় শট মারার জন্যে মুখিয়ে থাকে। তখন নতুন ধরনের বোলিং করতেই হয়। পরিকল্পনা থাকলে সেটা সম্ভব।”

রোহিতের উদ্দেশে পরামর্শ দিতে গিয়ে সচিন জানিয়েছেন, কোন মাঠে খেলতে হচ্ছে এবং পরিবেশ কী রকম, তা বিচার করে তবেই প্রথম একাদশে স্পিনার রাখা উচিত ভারত অধিনায়কের। সচিনের মতে, অস্ট্রেলিয়ার মাঠ বড় হওয়ার কারণে স্পিনারদের বিরুদ্ধে মারা খুবই শক্ত। বলেছেন, “বল যে দিকে ঘুরছে, সে দিকে মারার একটা প্রবণতা দেখা যায়। খুব কমই ব্যাটার রয়েছে যারা ক্রমাগত স্পিনারদের বিরুদ্ধে চালিয়ে খেলতে পারে। সাধারণত বাউন্ডারির দৈর্ঘ্য কতটা তার উপর নির্ভর করে কোন স্পিনারকে খেলানো দরকার সেটা ঠিক করা উচিত। কোন দিকে হাওয়া বইছে সেটাও খেয়াল রাখতে হবে।”

বিশ্বকাপে প্রথম একাদশে ঋষভ পন্থের থাকার সম্ভাবনা খুবই কম। সচিন অবশ্য নাম না করেও পন্থকে খেলানোর পক্ষে। বলেছেন, “যে কোনও দলেই বাঁ হাতি ব্যাটাররা আলাদা মাত্রা যোগ করে। বিপক্ষের বোলার এবং ফিল্ডারদের অন্য ভাবে মানিয়ে নিতে হয়। যদি ডান হাতি এবং বাঁ হাতি ব্যাটার ক্রমাগত খুচরো রান নিতে থাকে, তা হলে বিপক্ষ দল সমস্যায় পড়বেই। দলের প্রথম দু’-তিন জন ব্যাটারকে নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না। তবে গোটা দলকে ঐক্যবদ্ধ ভাবে খেলতে হবে এবং দলের জন্যে যেটা ভাল সেটাই করতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE