পাকিস্তানকে হারানোর পর কোহলিকে কোলে তুলে রোহিতের উচ্ছ্বাস। ছবি: পিটিআই
শেষ বল পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। বিরাট কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। পাক বোলিং আক্রমণকে নির্বিষ করে জয় এনে দিয়েছেন কোহলি। তাঁর তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে একাধিক রেকর্ড।
সাতটি নজির গড়েছেন কোহলি নিজেই। তাঁর দাপটে একাধিক নজির গড়েছেন রোহিত শর্মারাও। যদিও সবগুলি গর্বের নয়। এক, রবিবার ১৬০ রান তাড়া করে জিতেছে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে এটাই ভারতের সর্বোচ্চ সফল রান তাড়া।
দুই, পাকিস্তানের বিরুদ্ধে ৩১ রানে ৪ উইকেট হারায় ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে সফল রান তাড়া করতে গিয়ে এত কম রানে কোনও দল কখনও ৪ উইকেট হারায়নি।
তিন, ৪ উইকেট হারানোর পর ভারত করেছে ১২৯ রান। সফল রান তাড়া করার ক্ষেত্রে ভারতীয় দলের এই রান পঞ্চম সর্বোচ্চ।
চার, টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়া করে শেষ বলে জয় ছিনিয়ে নেওয়ার পঞ্চম নজির ভারত-পাক ম্যাচ। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত চতুর্থ বার রান তাড়া করে জয় পেল শেষ বলে। শ্রীলঙ্কাও রান তাড়া করে শেষ বলে জয় পেয়েছে চার বার। এটাই সর্বোচ্চ।
পাঁচ, শেষ তিন ওভারে ভারত তুলেছে ৪৮ রান। রান তাড়া করার ক্ষেত্রে শেষ তিন ওভারে এটাই সর্বোচ্চ রান। অস্ট্রেলিয়া ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধেই রান তাড়া করতে নেমে শেষ তিন ওভারে ৪৮ রান করেছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রের শেষ তিন ওভারে এটা দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ চলতি বছরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার করা ৫৯ রান। শ্রীলঙ্কা ২০১৭ সালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ তিন ওভারে ৪৮ রান করেছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy