বিশ্বকাপে ভারতীয় দলের বড় ভরসা আরশদীপ। —ফাইল চিত্র
মাত্র এক মাস আগেই তিনি ছিলেন ‘খলনায়ক।’ এশিয়া কাপে পাকিস্তানের কাছে ভারতের হারের জন্য আরশদীপ সিংহের ক্যাচ ফস্কানোকে দায়ী করেছিলেন অনেকে। এক মাস পরে সেই তিনিই ‘নায়ক।’ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের পরে আরশদীপকে ছেঁকে ধরলেন সমর্থকরা। কারও আবদার সইয়ের। কেউ আবার ছবি তুলতে চান। এই দৃশ্যের সাক্ষী থাকল পার্থ।
সোমবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ছিল ভারতের। ১৩ রানে সেই ম্যাচ জেতে ভারত। বল হাতে নজর কাড়েন আরশদীপ। তিন ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। পাওয়ার প্লে-তে দারুণ বল করেন ভারতের এই বাঁ হাতি পেসার।
খেলা শেষে গ্যালারিতে সমর্থকদের দিকে যান তিনি। তখনই শুরু হয় সমর্থকদের আবদার। সেই আবদার মেটান আরশদীপ। সই দেন, ছবি তোলেন। কিন্তু সবার কাছে যেতে পারছিলেন না তিনি। তখন এক জন সমর্থককে বলতে শোনা যায়, ‘‘এ দিকেও আসুন।’’
Arshdeep becoming the new favorite of Indian fans. pic.twitter.com/SlVekFY5hm
— Johns. (@CricCrazyJohns) October 10, 2022
এ বারের বিশ্বকাপে ভারতীয় দলে আরশদীপের সঙ্গে পেসার হিসাবে রয়েছেন ভুবনেশ্বর কুমার ও হর্ষল পটেল। এ ছাড়া অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যও পেস বল করতে পারেন। তবে বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেয়েছে ভারত। পিঠের চোটের কারণে যশপ্রীত বুমরা ছিটকে গিয়েছেন প্রতিযোগিতা থেকে। কিন্তু তাঁর পরিবর্ত এখনও ঘোষণা করেনি বিসিসিআই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy