ব্যথিত রশিদ। ফাইল ছবি
স্কটল্যান্ডকে ১৩০ রানে হারালেও পাকিস্তানের বিরুদ্ধে জেতার মুখ থেকে হারতে হয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট নিলেও সমর্থকদের কথা ভেবে দুঃখিত রশিদ খান। দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি।
শুক্রবার মহম্মদ হাফিজ এবং বাবর আজমের উইকেট নিয়েও পাকিস্তানের জয় আটকাতে পারেননি। ম্যাচের পর রশিদ টুইট করেছেন, ‘দেশ-বিদেশে থাকা সমস্ত সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ম্যাচ জিতে আপনাদের উচ্ছ্বাস এবং মুখে হাসি এনে দিতে পারিনি। কিন্তু আপনাদের সমর্থন এবং প্রার্থনা বাকি ম্যাচগুলির জন্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আফগানিস্তান জিন্দাবাদ’।
Sorry to all the fans back home and all around the world not giving you victory to celebrate and bring smile on your faces BUT Your support and prayers will be imp for the rest of the games.Thank you everyone for your msges 100th T20 international wkts
— Rashid Khan (@rashidkhan_19) October 30, 2021
AFGHANISTAN ZINDABAD pic.twitter.com/PAo5TRQpa0
হাফিজের উইকেট নিয়েই টি-টোয়েন্টিতে শততম উইকেট পূর্ণ করেন রশিদ। এরপর ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ফিরিয়ে দেন বাবরকে। কিন্তু করিম জানাতের ওভারে আসিফ আলির চার ছক্কায় ম্যাচ জিতে নেয় পাকিস্তান। তবে শেষ পর্যন্ত পাকিস্তানকে টেনে নিয়ে যাওয়ায় আফগানিস্তানের লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন অনেকেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy