জিতে হুঙ্কার বাবরের। ছবি টুইটার
বিশ্বকাপের প্রথম বার ভারতের বিরুদ্ধে জয়। উত্তেজনায় ফুটছে গোটা পাকিস্তান দলই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— তিন বিভাগেই ভারতকে টেক্কা দিয়েছে পড়শি দেশ। এর আগে কোনওদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি দশ উইকেটে জেতেনি পাকিস্তান। সেই জয় এল কি না বিশ্বকাপে চিরশত্রু ভারতের বিরুদ্ধে। জিতে সতীর্থদের কৃতিত্ব দিলেন বাবর। তাঁর মুখে নতুন পাকিস্তানের কথা, যাঁরা অতীতের কথা মাথায় রাখে না।
ম্যাচের পর অধিনায়ক বাবর আজম স্বীকার করে নিলেন, শুরুতে দুটি উইকেট ম্যাচ অনেকটাই তাঁদের পক্ষে এনে দিয়েছেন। বাবরের কথায়, “আমরা নিজেদের পরিকল্পনা দারুণ ভাবে কাজে লাগিয়েছি। প্রথম দিকের উইকেটগুলো খুবই সাহায্য করেছে। বিশেষত শাহিনের নেওয়া উইকেট আমাদের মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস এনে দিয়েছিল। সেটাই বাকি ম্যাচে বজায় রেখেছি আমরা। স্পিনাররাও ভাল বোলিং করেছে।”
𝐖𝐇𝐀𝐓. 𝐀. 𝐏𝐄𝐑𝐅𝐎𝐑𝐌𝐀𝐍𝐂𝐄 🔥#T20WorldCup | #INDvPAK | https://t.co/74tB9RjNUH pic.twitter.com/DHagg9XqtN
— ICC (@ICC) October 24, 2021
ব্যাট করতে নেমে ৫২ বলে ৬৮ রানে অপরাজিত থেকে যান বাবর। নিজের ব্যাটিং নিয়ে বাবর বলেছেন, “সব সহজ রেখে নিজেদের দক্ষতার উপরে জোর দেওয়াই আমাদের লক্ষ্য ছিল। চেয়েছিলাম ক্রিজ কামড়ে পড়ে থাকতে। আট ওভারের পর থেকে শিশির দেখা দেয়। তারপরে বল ব্যাটে ভালই আসছিল। তবে এখনই এই জয় নিয়ে বেশি ভাবতে চাই না। এই ছন্দটা ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য। প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোব।”
ম্যাচের পর বাবর আবার বলে দিয়েছেন, অতীতের পরিসংখ্যান মাথায় রেখে তাঁরা নামেননি। তাঁর মুখে নতুন পাকিস্তান দলের কথা। তাঁর কথায়, “আমাদের মধ্যে কোনও চাপ ছিল না। পুরনো রেকর্ডের কথা কিছুই আমরা মাথায় রাখিনি। প্রত্যেক ক্রিকেটারের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। ওরা খুব ভাল প্রস্তুতি নিয়েছে। বিশ্বকাপের আগে কোনও প্রতিযোগিতায় খেললে সেটা সাহায্য করবেই। তার জন্যেই এই ম্যাচের আগে আমাদের ক্রিকেটাররা অনেক আত্মবিশ্বাসী হয়ে নামতে পেরেছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy