বিশেষ জার্সি পেলেন নীরজ। ছবি টুইটার
কথা রাখল চেন্নাই সুপার কিংস। ঘোষণামতোই অলিম্পিক্সে ভারতের সোনাজয়ী নীরজ চোপড়ার হাতে এক কোটি টাকা তুলে দিল তারা। সঙ্গে দেওয়া হল একটি বিশেষ জার্সিও, যেখানে সংখ্যার জায়গায় অলিম্পিক্সে নীরজের ছোড়া জ্যাভলিনের দূরত্ব লেখা রয়েছে।
রবিবার দিল্লিতে গিয়ে নীরজের হাতে জার্সি এবং চেক তুলে দেন চেন্নাইয়ের সিইও কাশী বিশ্বনাথন। চেন্নাইয়ের পাশাপাশি নীরজও সেই ছবি টুইটারে পোস্ট করেন। নীরজ ছবির ক্যাপশনে লেখেন, ‘এই সমর্থন এবং পুরস্কারের জন্য অনেক ধন্যবাদ। খুব ভাল লাগছে। গত দু’মাসে খুব পরিশ্রম গিয়েছে। অনেক নতুন জিনিসের অভিজ্ঞতা রয়েছে। সোনা জেতার পর এত ভালবাসা পাব, স্বপ্নেও ভাবিনি। সম্পূর্ণ অপ্রত্যাশিত। আরও ভাল ফলাফলের জন্য আপ্রাণ চেষ্টা করব’।
The one with the Golden boy @Neeraj_chopra1 ! Super happy to hand our 💛 to the arms that made us proud!
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 31, 2021
Read : https://t.co/qiiw18aLH6#WhistlePodu #Yellove 🦁 pic.twitter.com/rMpHwWD2F7
অলিম্পিক্সে দ্বিতীয় ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন নীরজ। অ্যাথলেটিক্সে এটাই দেশের প্রথম পদক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy