
মার্শের সৌজন্যে জিতল অস্ট্রেলিয়া।
এক ওভার বাকি থাকতেই বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল চার মেরে ইনিংস শেষ করলেন। আট উইকেটে জয়ী অস্ট্রেলিয়া। মার্শ ৭৭ এবং ম্যাক্সওয়েল ২৮ রানে অপরাজিত থাকলেন। টি-টোয়েন্টিতে এই প্রথম বার বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
জিততে গেলে ৩০ বলে ৩৭ রান দরকার।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
ক্রিজে মার্শ (৬০) এবং ম্যাক্সওয়েল (১)। জিততে গেলে ৩৬ বলে ৪৮ রান দরকার।
ওয়ার্নারের পর এ বার অর্ধশতরান মার্শের। ৩১ বলে এই কাজ করলেন তিনি।
বোল্টের বলে বোল্ড ওয়ার্নার। ৩৮ বলে ৫৩ রানে ফিরলেন অজি ওপেনার।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
৩৪ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন ডেভিড ওয়ার্নার।
SIX and FIFTY for Warner! #NZvAUS pic.twitter.com/R01ei5NUz4
— Doordarshan Sports (@ddsportschannel) November 14, 2021
ক্রিজে ওয়ার্নার (৪৫) এবং মার্শ (৩০)।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
ক্রিজে ওয়ার্নার (১৯) এবং মার্শ (১৭)।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
বোল্টের বলে ফিরলেন ফিঞ্চ। ৭ বলে ৫ রান করলেন অজি নেতা।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
শেষ বেলায় বেশি রান উঠল না। ১৭২ রান তুলল নিউজিল্যান্ড। নিশাম ১৩ এবং সেইফার্ট ৮ রানে অপরাজিত থাকলেন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
শেষ বেলায় মারতে গিয়ে ফিরে গেলেন উইলিয়ামসন। ৪৮ বলে ৮৫ রান করলেন তিনি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
উইলিয়ামসন ৫৫ এবং ফিলিপস ১৫ রানে ব্যাট করছেন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
দুর্দান্ত খেলছেন উইলিয়ামসন। যোগ্য নেতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে। ৩২ বলে অর্ধশতরান করলেন তিনি।
৩৫ বলে ২৮ রান করে আউট গাপ্টিল। জাম্পার বলে ধরা পড়লেন স্টোয়নিসের হাতে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
ক্রিজে উইলিয়ামসন (১৮) এবং গাপ্টিল (২৭)।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy