Advertisement
২২ জানুয়ারি ২০২৫
মার্শের সৌজন্যে জিতল অস্ট্রেলিয়া।

মার্শের সৌজন্যে জিতল অস্ট্রেলিয়া।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২২:৫৭
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২২:৫৩ key status

বিশ্বসেরা অস্ট্রেলিয়া

এক ওভার বাকি থাকতেই বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল চার মেরে ইনিংস শেষ করলেন। আট উইকেটে জয়ী অস্ট্রেলিয়া। মার্শ ৭৭ এবং ম্যাক্সওয়েল ২৮ রানে অপরাজিত থাকলেন। টি-টোয়েন্টিতে এই প্রথম বার বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২২:৪৩ key status

অস্ট্রেলিয়া ১৭ ওভারে ১৫৯-২

ক্রিজে মার্শ (৬৯) এবং ম্যাক্সওয়েল (২২)।

Advertisement
timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২২:৩২

অস্ট্রেলিয়া ১৫ ওভারে ১৩৬-২

জিততে গেলে ৩০ বলে ৩৭ রান দরকার।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২২:২৭ key status

নিউজিল্যান্ড ১৪ ওভারে ১২৫-২

ক্রিজে মার্শ (৬০) এবং ম্যাক্সওয়েল (১)। জিততে গেলে ৩৬ বলে ৪৮ রান দরকার।

timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২২:২৩ key status

অর্ধশতরান মার্শের

ওয়ার্নারের পর এ বার অর্ধশতরান মার্শের। ৩১ বলে এই কাজ করলেন তিনি।

timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২২:১৮ key status

ফিরলেন ওয়ার্নার

বোল্টের বলে বোল্ড ওয়ার্নার। ৩৮ বলে ৫৩ রানে ফিরলেন অজি ওপেনার।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

Advertisement
timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২২:১০ key status

ওয়ার্নারের অর্ধশতরান

৩৪ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন ডেভিড ওয়ার্নার।

timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২২:০৬ key status

অস্ট্রেলিয়া ১০ ওভারে ৮২-১

ক্রিজে ওয়ার্নার (৪৫) এবং মার্শ (৩০)।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২১:৪৩ key status

অস্ট্রেলিয়া ৬ ওভারে ৪৩-১

ক্রিজে ওয়ার্নার (১৯) এবং মার্শ (১৭)।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২১:৩১ key status

আউট ফিঞ্চ

বোল্টের বলে ফিরলেন ফিঞ্চ। ৭ বলে ৫ রান করলেন অজি নেতা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২১:৩০

অস্ট্রেলিয়া ২ ওভারে ১১-০

ক্রিজে ওয়ার্নার (১০) এবং ফিঞ্চ (১)।

timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২১:১১ key status

১৭২-৪ তুলল নিউজিল্যান্ড

শেষ বেলায় বেশি রান উঠল না। ১৭২ রান তুলল নিউজিল্যান্ড। নিশাম ১৩ এবং সেইফার্ট ৮ রানে অপরাজিত থাকলেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২০:৫৬ key status

অবশেষে ফিরলেন উইলিয়ামসন

শেষ বেলায় মারতে গিয়ে ফিরে গেলেন উইলিয়ামসন। ৪৮ বলে ৮৫ রান করলেন তিনি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২০:৫৩ key status

আউট ফিলিপস

গ্লেন ফিলিপস ফিরে গেলেন ১৭ বলে ১৮ রান করে।

timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২০:৩৭ key status

নিউজিল্যান্ড ১৫ ওভারে ১১৪-২

উইলিয়ামসন ৫৫ এবং ফিলিপস ১৫ রানে ব্যাট করছেন।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২০:২৯ key status

উইলিয়ামসনের অর্ধশতরান

দুর্দান্ত খেলছেন উইলিয়ামসন। যোগ্য নেতার মতোই এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে। ৩২ বলে অর্ধশতরান করলেন তিনি।

timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২০:২৮ key status

নিউজিল্যান্ড ১২ ওভারে ৮১-২

উইলিয়ামসন ৩৯ এবং ফিলিপস ১ রানে ক্রিজে।

timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২০:২১ key status

আউট গাপ্টিল

৩৫ বলে ২৮ রান করে আউট গাপ্টিল। জাম্পার বলে ধরা পড়লেন স্টোয়নিসের হাতে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২০:১৩ key status

নিউজিল্যান্ড ১০ ওভারে ৫৭-১

ক্রিজে উইলিয়ামসন (১৮) এবং গাপ্টিল (২৭)।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২০:০৪ key status

নিউজিল্যান্ড ৮ ওভারে ৪০-১

গাপ্টিল ২২ এবং উইলিয়ামসন ৬ রানে খেলছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy