ফাইনালে অস্ট্রেলিয়া। ছবি রয়টার্স
শাহিনের ওভারের পর পর তিনটি ছয় মেরে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন ম্যাথু ওয়েড। অসম্ভবকে সম্ভব করে জয় অস্ট্রেলিয়ার। একসময় মনে হচ্ছিল ম্যাচ পাকিস্তানের পকেটে। সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দিলেন এই জুটি।
ম্যাক্সওয়েলও ফিরে গেলেন। জেতার আশা ক্রমশ কমছে অস্ট্রেলিয়ার।
ওয়ার্নারের ব্যাটে বলই লাগেনি। কিন্তু রিভিউ নেননি অজি ওপেনার। গুরুত্বপূর্ণ ম্যাচে ভুল অস্ট্রেলিয়ার।
অর্ধশতরান হল না ওয়ার্নারের। রিজওয়ানের হাতে ৪৯ রানে ক্যাচ দিয়ে ফিরলেন।
ওয়ার্নার অর্ধশতরান থেকে ১ রান দূরে। সঙ্গী ম্য়াক্সওয়েল ৪ রানে।
ছয় মারতে গিয়ে সীমানার ধারে আসিফের হাতে ধরা পড়লেন মার্শ (২৮)।
প্রথম বলেই ফিরলেন ফিঞ্চ। ফেরালেন শাহিন আফ্রিদি। পরের বলেই মিচেল মার্শ অল্পের জন্য এলবিডব্লু হলেন না।
অর্ধশতরান ফখরেরও। নির্ধারিত ওভারে ১৭৬ তুলল পাকিস্তান।
আসিফকে ক্যাচ নিয়ে ফেরানোর পরের বলেই ফখরের ক্যাচ ফেললেন স্মিথ।
প্রথম বলেই ফিরলেন আসিফ আলি। কামিন্সের বলে স্মিথের হাতে ক্যাচ দিলেন।
শেষ বেলায় মারতে গিয়ে আউট রিজওয়ান। ৫২ বলে ৬৭ করে ফিরলেন স্টার্কের বলে।
দুরন্ত অর্ধশতরান রিজওয়ানের। পাকিস্তান ১৪ ওভারে ১০৬-১
প্রথম ধাক্কা খেল পাকিস্তান। জাম্পার বলে ওয়ার্নারের হাতে তালুবন্দি বাবর (৩৪ বলে ৩৯)।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy