Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Syed Kirmani

Syed Kirmani: বিতর্কের শেষ চান কিরমানি

কোহলিকে ওয়ান ডে-র অধিনায়কত্ব থেকে সরানোর এক দিন পরে সৌরভ বলেছিলেন, তিনি বিরাটের সঙ্গে কথা বলেছেন নেতৃত্ব বদল নিয়ে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ০৭:৫২
Share: Save:

বিরাট কোহলিকে ওয়ান ডে-র নেতৃত্ব থেকে সরানোর পরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা শেষ করতে বিরাট এবং ভারতীয় বোর্ডের শীর্ষ নেতৃত্বের এই বিষয়ে সম্প্রীতি দেখানোর প্রয়োজন রয়েছে। মনে করেন প্রাক্তন ভারতীয় উইকেটকিপার সৈয়দ কিরমানি।

কোহলির জায়গায় ওয়ান ডে দলের নেতৃত্বে আনা হয় রোহিত শর্মাকে। তার পর থেকে এই বিষয়ে ভিন্ন কথা বলতে দেখা যায় কোহলি এবং ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যা নিয়ে জলঘোলা কম হয়নি। ‘‘পরস্পরের প্রতি সম্প্রীতি রাখা গুরুত্বপূর্ণ। একটা জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে যোগাযোগ থাকতে হবে। একজন ব্যক্তির জীবনে অহং বড় ভূমিকা নেয়। কিন্তু এক্ষেত্রে সেটা থাকা উচিত নয়। কোহলি শক্তিশালী খেলোয়াড়। নির্বাচক কমিটি এবং বোর্ড প্রেসিডেন্টেরও নিজের ক্ষমতা রয়েছে। তাই সব বিষয়ে সমাধানের জন্য সম্প্রীতি রাখাটা জরুরি,’’ সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন কিরমানি।

কোহলিকে ওয়ান ডে-র অধিনায়কত্ব থেকে সরানোর এক দিন পরে সৌরভ বলেছিলেন, তিনি বিরাটের সঙ্গে কথা বলেছেন নেতৃত্ব বদল নিয়ে। সঙ্গে যোগ করেছিলেন, তিনি বিরাটকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়ার অনুরোধও করেন। যদিও বিরাট সাংবাদিক বৈঠকে অন্য কথা বলেন। তিনি বলেছিলেন, টি-টোয়েন্টির নেতৃত্ব না ছাড়ার কথা তাঁকে বলা হয়নি।

অন্য বিষয়গুলি:

Syed Kirmani Team India Virat Kohli BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE