সাম্প্রতিক কালে ক্রিকেটবিশ্বে ফিল্ডিং অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বিশেষত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সব দলই ফিল্ডিংয়ের সাহায্যে বেশ কিছু রান বাঁচানোর চেষ্টা করে। নিশ্চিত ছয় বা চার বাঁচিয়ে দেওয়ার ঘটনাও দেখা যায়। ফিল্ডিংয়ের সে রকমই নজির দেখা গেল ইংল্যান্ডের রয়্যাল লন্ডন কাপে। অস্ট্রেলিয়ার ম্যান রেনশর ক্যাচ দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, এটাই কি সর্বকালের সেরা ক্যাচ?
প্রতিযোগিতায় সমারসেটের হয়ে খেলছেন রেনশ। সারের বিরুদ্ধে ম্যাচে প্রথম স্লিপে ফিল্ডিং করছিলেন তিনি। সমারসেটের বোলার কেসি অলড্রিজের বলে ক্যাচ তোলেন সারের ওপেনার রায়ান পটেল। বলটি দ্বিতীয় স্লিপ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে শূন্যে ভেসে থাকা অবস্থায় ক্যাচ ধরেন তিনি। এই ক্যাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে। সমারসেটের টুইটারে তা পোস্ট করে লেখা হয়েছে, ‘অনেক দিন পর অন্যতম সেরা একটা ক্যাচ দেখতে পেলাম আমরা।’
One of the greatest catches you will see in a long time...
— Somerset Cricket 🏏 (@SomersetCCC) August 17, 2022
LIVE STREAM ➡️ https://t.co/dF6GhNA901 #SURvSOM#WeAreSomerset https://t.co/hEzrqhCsx8 pic.twitter.com/cIGNGmLhhX
উল্লেখ্য, রয়্যাল লন্ডন কাপে অনেক প্রথম সারির ক্রিকেটারই খেলছেন। ভারতের চেতেশ্বর পুজারা যেমন সাসেক্সকে নেতৃত্ব দিচ্ছেন। শেষ দু’টি ম্যাচে শতরান করেছেন।