পন্থের বাড়িতে গিয়ে উৎসাহ দিয়ে এলেন তিন প্রাক্তন ক্রিকেটার। —ফাইল ছবি।
গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থ কবে মাঠে ফিরতে পারবেন, তা অনিশ্চিত। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সম্ভাবনা নেই তাঁর। অস্ত্রোপচারের পর সুস্থ হওয়ার প্রক্রিয়া চলছে উইকেটরক্ষক-ব্যাটারের। কয়েক দিন আগে তাঁর বাড়িতে গিয়ে দেখা করে এসেছিলেন যুবরাজ সিংহ। আর তিন প্রাক্তন ক্রিকেটার দেখতে গেলেন পন্থকে।
আইপিএলে এ বার দিল্লিকে নেতৃত্ব দেওয়া হবে না পন্থের। কোচ রিকি পন্টিং বলেছেন, সম্ভব হলে ২৫ বছরের উইকেটরক্ষক-ব্যাটারকে ম্যাচের দিনগুলিতে দলের ডাগআউটে নিয়ে আসতে চান তিনি। তা হলে বাকি ক্রিকেটাররাও উৎসাহ পাবে। তবে পন্থকে উৎসাহ দিতে তাঁর বাড়ি চলে গেলেন তিন প্রাক্তন ক্রিকেটার। হরভজন সিংহ, সুরেশ রায়না এবং এস শ্রীসন্থ বাড়ি গিয়ে পন্থের সঙ্গে আড্ডা মারলেন শনিবার। তিন সিনিয়র ক্রিকেটারকে পাশে পেয়ে উচ্ছ্বসিত দেখিয়েছে পন্থকে। সেই ছবি সমাজমাধ্যমে দিয়েছেন প্রাক্তন জোরে বোলার।
পন্থকে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার ব্যাপারে উৎসাহ দেন হরভজনরা। পরে সমাজমাধ্যমে রায়না লিখেছেন, ‘‘ভ্রাতৃত্বই সব কিছু। পরিবার আমাদের হৃদয়ে থাকে। আমাদের ভাই পন্থের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করি আগামী দিনে ওর সব কিছু ভাল হবে।’’ শ্রীসন্থ লিখেছেন, ‘‘ঋষভ, তুমি আমার ভাইয়ের মতো। তোমাকে ভালবাসি। নিজের উপর বিশ্বাস রাখো। সব সময় চনমনে থাকার চেষ্টা কর। আমাদের বিশ্বাস এক। ঈশ্বরের পরম স্নেহের হাত সব সময় তোমার মাথায় রয়েছে।’’
কয়েক দিন আগেই পন্থের বাড়িতে গিয়েছিলেন যুবরাজ। দিল্লির উইকেটরক্ষক ব্যাটারের সঙ্গে ছবি দিয়ে প্রাক্তন ক্রিকেটার লিখেছিলেন, ‘‘শিশুর পদক্ষেপ! চ্যাম্পিয়ন আবার উঠে দাঁড়াতে চলেছে। সব সময় হাসিখুশি একজন মানুষ। খুব মজার ছেলে। ভীষণ ইতিবাচক। তুমি আরও শক্তিশালী হও।’’
Brotherhood is everything ..family is where our heart is..wishing our brother @RishabhPant17 the very best and fast recovery @harbhajan_singh @sreesanth36 pic.twitter.com/7ngs4HKPVX
— Suresh Raina (@ImRaina) March 25, 2023
ক্রিকেট থেকে দূরে এখন বাড়িতেই সময় কাটছে পন্থের। ক্রাচ নিয়ে হাঁটতে পারছেন। সাঁতার কাটতে শুরু করেছেন। সেই ভিডিয়ো নিজেই দিয়েছিলেন সমাজমাধ্যমে। মাঠে ফিরতে তাঁর এখনও বেশ কিছু দিন সময় লাগবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy