Advertisement
০৫ নভেম্বর ২০২৪
T20 World Cup 2021

T20 World Cup 2021: আফগানদের বিরুদ্ধে কাকে ফেরানোর জন্য কোহলীদের পরামর্শ দিলেন সুনীল গাওস্কর

দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন। আফগানদেরও তাঁদের খেলতে খুব সমস্যা হবে না বলেই মনে করেন গাওস্কর।

কোহলীদের কী পরামর্শ দিলেন গাওস্কর

কোহলীদের কী পরামর্শ দিলেন গাওস্কর ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ১৪:৫৭
Share: Save:

পাকিস্তানের বিরুদ্ধে হারের পরেই ভারতীয় দলে স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ফেরানোর দাবি তুলেছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটার। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দেখা যায়নি তাঁকে। এ বার আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে ফের অশ্বিন প্রসঙ্গ তুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তাঁর মতে, বুধবার তিন স্পিনার নিয়ে খেলতে নামা উচিত বিরাট কোহলীদের।

বুধবার ম্যাচের আগে সংবাদমাধ্যমে গাওস্কর বলেন, ‘‘অশ্বিন বিশ্বের অন্যতম সেরা বোলার। বাঁ-হাতি, ডান হাতি দু’ধরনের ব্যাটারের বিরুদ্ধেই সমান কার্যকরী। আফগানিস্তানের স্পিন আক্রমণে বৈচিত্র্য অনেক বেশি। মুজিব উর রহমান না খেলতে পারলেও ওদের স্পিনারের অভাব নেই। ভারতকে সেটা ভাবতে হবে।’’

টি২০ বিশ্বকাপের প্রথম দু’ম্যাচে ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন। আফগানদেরও তাঁদের খেলতে খুব বেশি সমস্যা হবে না বলেই মনে করেন গাওস্কর। তিনি বলেন, ‘‘বরুণকে খেলতে ওদের বিশেষ সমস্যা হবে বলে মনে হয় না। তাই অশ্বিনকে খুব দরকার। আর যদি দল এমন কোনও স্পিনারকে চায় যে হাওয়ায় ধীরে বল করে তা হলে রাহুল চহারের কথা ভাবতে পারে।’’

তিন স্পিনার খেলাতে হলে দরকারে দুই পেসারে কোহলীরা খেলতে পারেন বলে মত গাওস্করের। তিনি বলেন, ‘‘দরকার পড়লে মহম্মদ শামি বা শার্দুল ঠাকুরের মধ্যে কাউকে বসানো যেতে পারে। আর হার্দিক পাণ্ড্য যদি দু’ওভার বল করতে পারে তা হলে দলে তিন পেসারই রইল।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE