এক দিনের ক্রিকেটে নতুন নজির গড়লেন ওয়ানিন্দু হাসরঙ্গ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছেন তিনি। এই পাঁচ উইকেটের সুবাদেই নজির গড়েছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার।
আয়ারল্যান্ডের আগে ওমানের বিরুদ্ধে ১৩ রানে ৫ উইকেট এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ২৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন হাসরঙ্গ। অর্থাৎ টানা তিনটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ৫ উইকেট নিলেন তিনি। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে পর পর তিনটি এক দিনের ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন হাসরঙ্গ। এক দিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন প্রতিযোগিতায় অনবদ্য ছন্দে থাকার পুরস্কার পেলেন শ্রীলঙ্কার স্পিনিং অলরাউন্ডার।
পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার ওয়াকার ইউনিস পর পর তিনটি এক দিনের ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিলেন বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে। এত দিন পর্যন্ত তাঁর একারই এই নজির ছিল। ইউনিসের সেই নজির স্পর্শ করলেন হাসরঙ্গ। তবে স্পিন বোলারদের মধ্যে তিনিই হলেন বিশ্বের প্রথম ক্রিকেটার। ইউনিস তিনটি ম্যাচেই পাঁচটি করে উইকেট নিয়েছিলেন।
🖐️🖐️🖐️
— Sri Lanka Cricket
Wanindu Hasaranga celebrates his third consecutive five-wicket haul as Sri Lanka advances to the Super Six! 🎉🏏#LionsRoar #SLvIRE #CWC23 pic.twitter.com/riUZGMRQge(@OfficialSLC) June 25, 2023
আরও পড়ুন:
হাসরঙ্গর অনবদ্য পারফরম্যান্সের সুবাদে আইরিশদের ১৩৩ রানে হারিয়ে এক দিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সুপার সিক্সে জায়গা পাকা করে নিয়েছে শ্রীলঙ্কা। রবিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল ৩২৫ রান। জবাবে ১৯২ রানে শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে দাসুন শনাকার দল।