শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন বাংলাদেশের ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করেন ধারাভাষ্যকার। —ফাইল চিত্র
বাংলাদেশের এক মহিলা ক্রিকেটারকে নিয়ে অশালীন মন্তব্য করে তোপের মুখে শ্রীলঙ্কার এক ধারাভাষ্যকার। সমালোচনা শুরু হয়েছে তাঁকে নিয়ে। তাঁকে ধারাভাষ্য থেকে নির্বাসিত করারও দাবি উঠেছে।
ঘটনাটি ঘটেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মহিলা দলের মধ্যে একটি টি-টোয়েন্টি ম্যাচে। শ্রীলঙ্কার ইনিংসের ১৩তম ওভারে বল করছিলেন বাংলাদেশের স্পিনার নাহিদা আখতার। তাঁর তৃতীয় বলে ‘নো’ ডাকেন আম্পায়ার। সেই সময় ধারাভাষ্যকার রোশন আবেসিঙ্ঘে বলেন, ‘‘এই নো বল ক্ষমার অযোগ্য। তার দুটো কারণ আছে। এক, স্পিনার নো বল করেছে। দুই, এক জন মহিলা নো বল করেছে। মহিলাদের পা বেশি দূরে যায় না। তাই ওদের নো বল করা উচিত নয়।’’
From today’s T20 international. “It’s a no-ball as well. Now this is unpardonable on two counts. One, a spinner. Second thing, a lady. A women’s cricketer. I don’t think they have big strides.” #SAvBAN pic.twitter.com/9KXIuLsou0
— Kit Harris (@cricketkit) May 9, 2023
এর পরেই অবশ্য দেখা যায়, নাহিদার পা ক্রিজের ভিতরেই ছিল। কিন্তু বল করার সময় তাঁর হাত লেগে উইকেট ভেঙে যায়। তাই নো-বল ডাকেন আম্পায়ার। তখন আবেসিঙ্ঘে আবার বলেন, ‘‘আমি তো সেই কথাই বলছিলাম। এক জন মহিলার পা বেশি দূরে যায় না।’’
আবেসিঙ্ঘের এই মন্তব্য অবশ্য ভাল ভাবে নেননি দর্শকরা। তাঁরা সমাজমাধ্যমে সমালোচনা শুরু করেন। আবেসিঙ্ঘের মন্তব্যের জন্য তাঁকে নির্বাসনের দাবি জানান। বিতর্কের মাঝে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন আবেসিঙ্ঘে। তিনি বলেছেন, ‘‘আমি কাউকে হেনস্থা বা আঘাত করার জন্য এই কথা বলিনি। ক্রিকেটীয় কথা বলেছিলাম। কিন্তু তার পরেও যদি কারও খারাপ লাগে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy