ভারতে চলছে বিশ্বকাপ। তার মাঝেই শ্রীলঙ্কায় নতুন একটি ক্রিকেট প্রতিযোগিতার কথা ঘোষণা করা হল। এ বছর থেকেই শুরু হচ্ছে লঙ্কা টি১০। নামেই স্পষ্ট এই প্রতিযোগিতা হবে ১০ ওভারের। অর্থাৎ টি-টোয়েন্টির পর ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টেনও জনপ্রিয়তা পেতে শুরু করেছে।
শ্রীলঙ্কা ক্রিকেটের খবর অনুযায়ী, ১২-২৩ ডিসেম্বর এই প্রতিযোগিতা চলবে। ক্রিকেটারদের নিলাম হবে ১০ নভেম্বর। অর্থাৎ বিশ্বকাপ শেষ হওয়ার আগেই। একই সময়ে মহিলাদের একটি টি-টেন লিগ আয়োজন করারও চেষ্টা চলছে।
লঙ্কা টি১০ প্রতিযোগিতায় ছ’টি ফ্র্যাঞ্চাইজ়ি খেলবে। শ্রীলঙ্কার ছ’টি শহরের নামে দলগুলির নামকরণ হবে। সব ম্যাচই খেলা হবে কলম্বোয়। ৫ নভেম্বর পর্যন্ত ক্রিকেটারদের নাম নথিভুক্ত করা যাবে। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, রোজই ক্রিকেট উন্নত হচ্ছে। টি-টেন সেই উন্নয়নেরই ফসল। ক্রমশ এই ফরম্যাট জনপ্রিয় হয়ে উঠছে। ক্রিকেটের এই নতুন স্রোতে গা ভাসাতে চাইছে শ্রীলঙ্কাও। তাদের আশা, এই ফরম্যাটটিও সফল হবে।
আরও পড়ুন:
একটি বেসরকারি ম্যানেজমেন্ট গ্রুপের সহযোগিতায় এই প্রতিযোগিতা আয়োজন করবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আইসিসি-র পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে শ্রীলঙ্কা দ্বিতীয় দেশ হিসাবে এই ফরম্যাটের প্রতিযোগিতা আয়োজন করছে। এর আগে অগস্টে জিম-অ্যাফ্রো টি১০ লিগ আয়োজন করা হয়েছে। এ ছাড়া আমিরশাহিতে আবু ধাবি টি১০ টেন লিগ অনেক দিন ধরেই চলছে।