প্রত্যাশিত ছিল। হলও তাই। দ্বিতীয় টেস্টেও হেরে গেল বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে হারল ১৯২ রানে। দু’টি টেস্টেই জিতে বাংলাদেশকে সিরিজ়ে চুনকাম করল শ্রীলঙ্কা। বুধবার শ্রীলঙ্কার জয়ে নায়ক জোরে বোলার লাহিরু কুমারা। ৫০ রানে ৪ উইকেট নিলেন তিনি।
প্রথম টেস্টে ৩২৮ রানে জিতেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশে আজ পর্যন্ত কোনও দিন টেস্টে হারেনি শ্রীলঙ্কা। সেই রেকর্ড অক্ষত থাকল এ বারও। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় ২-১ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা। তবে হেরে গিয়েছিল এক দিনের সিরিজ়ে।
বুধবার ২৬৮ রানে ৭ উইকেট নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। তখনও জয়ের জন্য দরকার ছিল ২৪৩ রান। ফলে বাংলাদেশের কাছে লড়াইটা ছিল হার বাঁচানোর। সেটা করতে হলে গোটা দিন ব্যাট করতে হত তাদের। হাতে মাত্র তিন উইকেট থাকায় সেটা সম্ভব হয়নি। বাংলাদেশ ৩১৮ রানে অলআউট হয়ে যায়। মেহেদি হাসান মিরাজ অপরাজিত থাকেন ৮১ রানে।
আরও পড়ুন:
দিনের চতুর্থ ওভারে উইকেট নেন কুশল মেন্ডিস। ফেরান তাইজুল ইসলামকে। গালিতে নিশান মাদুস্কার হাতে ক্যাচ দেন তাইজুল। কিন্তু চালিয়ে খেলে ৬২ বলে অর্ধশতরান করেন মেহেদি। কামিন্দুকে চার মেরে অর্ধশতরান পূরণ করেন। শতরানের সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু উল্টো দিকে থাকা হাসান মাহমুদ এবং সৈয়দ খালেদ আহমেদ সঙ্গ দিতে পারেননি। দুই ব্যাটারই কুমারার বলে আউট হন। ১১০ বলে ৮১ রানে অপরাজিত থাকেন মেহেদি। মেরেছেন ১৪টি চার।