বিশ্ব ফার্নান্ডো। ছবি: টুইটার
ফিটনেস সমস্যার জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলা অনিশ্চিত ছিল শরিফুল ইসলামের। কিন্তু বাংলাদেশের এই জোরে বোলারের বাউন্সারেই আহত হয়ে মাঠ ছাড়তে হল শ্রীলঙ্কার অলরাউন্ডার বিশ্ব ফার্নান্ডোকে। পরে তিনি আবার নামলেন সতীর্থকে দ্বিশতরানের সুযোগ করে দিতে।
শ্রীলঙ্কা ইনিংসের ১৪০তম ওভারের ঘটনা। বল করছিলেন শরিফুল। চতুর্থ বলটি দ্রুতগতির বাউন্সার দেন তিনি। নিচু হয়ে বল ছাড়ার চেষ্টা করলেও লাইন থেকে সরতে পারেননি ফার্নান্ডো। বল লাগে তাঁর হেলমেটের পিছন দিকে। শ্রীলঙ্কার ব্যাটারের মাথায় বল লাগার সঙ্গে সঙ্গে ছুটে আসেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। কতটা চোট লেগেছে বোঝার চেষ্টা করেন তাঁরা। ফার্নান্ডোর কোনও সমস্যা হচ্ছে কী না জিজ্ঞেস করেন। ছুটে আসেন শ্রীলঙ্কা দলের চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট। মাঠে প্রাথমিক চিকিৎসার পর আবার ব্যাটিং শুরু করেন ফার্নান্ডো।
শরিফুলের বাউন্সারে ক্ষতিগ্রস্থ হয় তাঁর হেলমেটও। তা বদল করে খেলতে শুরু করেন তিনি। দু’বল খেলার পরেই অবশ্য চা পানের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। চা পানের বিরতির পর ব্যাট করতে নামেননি ফার্নান্ডো। নিজেকে রিটায়ার্ড আউট ঘোষণা করেন। যদিও ৩৯০ রানে দলের নবম উইকেট পতনের পর আবার ব্যাট করতে আসেন তিনি। কারণ তখন দ্বিশতরান থেকে সামান্য দূরে ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাঁর আঘাত গুরুতর নয় বলেই শ্রীলঙ্কা শিবির সূত্রে খবর। এই ঘটনার জন্য ফার্নান্ডোর পরিবর্তে কোনও কনকাসন সাবস্টিটিউট চায়নি শ্রীলঙ্কা।
Vishwa Fernando has retired hurt after ducking into a bouncer when batting. He was smiling it off at the time so that's particularly concerning.
— 🏏Flashscore Cricket Commentators (@FlashCric) May 16, 2022
We could see a concussion sub later.
FOLLOW LIVE:
👉 https://t.co/gw9mQn7Vb8 👈#BANvSL | #SLvBAN pic.twitter.com/1C9L9ZnS17
শেষ পর্যন্ত ৮৪ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করল ৩৯৭ রান। এক রানের জন্য অবশ্য দ্বিশতরান পেলেন না অ্যাঞ্জেলো ম্যাথিউস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy