বিশ্বকাপে ইডেনে ভারতের বিরুদ্ধে ৮৩ রানে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই স্মৃতি ফিরে এল রবিবার। টস জিতে ব্যাট করতে নেমে ১১৬ রানে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। আরশদীপ সিংহ নেন ৫ উইকেট। আবেশ খান নেন ৪ উইকেট। একটি উইকেট নেন কুলদীপ যাদব।
এক দিনের বিশ্বকাপে ভারতের যশপ্রীত বুমরা, মহম্মদ শামিদের দাপটে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। রবিবার আরশদীপ এবং আবেশ শেষ করে দিলেন প্রোটিয়াবাহিনীকে। দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটার ক্রিজ়ে টিকতে পারেননি। টি-টোয়েন্টির মতো খেলতে গেছিলেন তাঁরা। প্রথম থেকেই আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
আরশদীপদের সুইং বুঝতে পারেননি রিজ়া হেন্ড্রিক্সেরা। ৩ রানে ২ উইকেট হারানোর পর ওপেনার টোনি ডি জর্জি (২৮) এবং অধিনায়ক মার্করাম (১২) মিলে ইনিংস গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু জুটিতে ৩৯ রানের বেশি করতে পারেননি তাঁরা। মার্করামেরা আউট হতে আবার তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং।
আরও পড়ুন:
আরশদীপ ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। তাঁকে প্রথম স্পেলে টানা ৭ ওভার বল করানো হয়। সেই সময় ৪ উইকেট তুলে নেন আরশদীপ। পরের স্পেলে এসে আরও একটি উইকেট নেন তিনি। আবেশ প্রথম স্পেলে ৬ ওভার বল করেন। তখন তিনিও ৪ উইকেট তুলে নেন। ৭৩ রানে ৮ উইকেট চলে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। সেখান থেকে অ্যান্ডিল ফেলুকায়ো ৪৯ বলে ৩৩ রান করে দলকে লজ্জার হাত থেকে কিছুটা রক্ষা করেন। ১০০ রানের গণ্ডি পার করে দক্ষিণ আফ্রিকা।