ফাইল ছবি।
শনিবার ভারতীয় সময় সন্ধে ৬টা ৪৪ মিনিটে বিরাট কোহলী টুইট করে জানিয়ে দেন, টেস্ট ক্রিকেটেও তিনি আর অধিনায়ক থাকছেন না। এর ছয় ঘণ্টা পরে ১২টা ৪৭ মিনিটে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর প্রতিক্রিয়া জানান।
ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গভীর রাতে টুইট করে লেখেন, ‘বিরাটের নেতৃত্বে ভারত সব ধরনের ক্রিকেটেই দ্রুত উন্নতি করেছে। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ড এই সিদ্ধান্তকে সম্মান করে। ভবিষ্যতে এই দলটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার ব্যাপারে ও গুরুত্বপূর্ণ সদস্য হবে। দারুণ এক ক্রিকেটার। ওয়েল ডান।’
Under Virats leadership Indian cricket has made rapid strides in all formats of the game ..his decision is a personal one and bcci respects it immensely ..he will be an important member to take this team to newer heights in the future.A great player.well done ..@BCCI @imVkohli
— Sourav Ganguly (@SGanguly99) January 15, 2022
জয় শাহ অবশ্য কোহলীর সিদ্ধান্ত ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই টুইট করে তাঁর প্রতিক্রিয়া জানান। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব সন্ধে ৭টা ৭মিনিটে টুইট করে লেখেন, ‘টেস্ট অধিনায়ক হিসাবে দারুণ সময় কাটাল বিরাট কোহলী। ও গোটা দলকে প্রচণ্ড ফিট করে তুলেছে। দেশে এবং বিদেশে দুর্দান্ত খেলেছে দল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে টেস্ট জয় অবশ্যই আলাদা আনন্দের।’
বোর্ডের তরফে প্রায় একই সময়ে টুইট করে লেখা হয়, ‘অধিনায়ক হিসেবে টেস্ট দলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বিরাট কোহলীকে ধন্যবাদ। ৬৮টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ৪০টিতে জিতেছে। দেশের সব থেকে সফল টেস্ট অধিনায়ক কোহলী।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy