অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচার করাতে যাবেন আখতার ফাইল চিত্র।
কিছু দিন আগেই জানিয়েছিলেন আপাতত দৌড় বন্ধ রাখতে হচ্ছে তাঁকে। কারণ হাঁটুর চোট। অস্ত্রোপচার করাতে যাবেন অস্ট্রেলিয়ায়। এখনও সেই অস্ত্রোপচার হয়নি। দু’ মাস পিছিয়ে গিয়েছে। তাই আপাতত ব্যথা কমাতে ইঞ্জেকশনই ভরসা। আর সেই ইঞ্জেকশন নিতে গিয়েই দেশের হয়ে খেলতে গিয়ে যে কষ্ট তিনি সহ্য করেছেন সেই প্রসঙ্গ তুলে আনলেন পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতার।
টুইটারে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন আখতার। সেখানে দেখা যাচ্ছে সোফায় বসে হাঁটুতে ইঞ্জেকশন নিচ্ছেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’। ইঞ্জেকশন নিতে গিয়ে যে ব্যথা হচ্ছে তা তাঁর মুখ দেখলেই বোঝা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পাকিস্তানের হয়ে খেলার জন্য এই কষ্ট আমি সহ্য করেছি। কিন্তু যদি আরও এক বার আমি সুযোগ পাই তা হলে আবার এই কষ্ট সহ্য করতে তৈরি। হাঁটুর অস্ত্রোপচার দু’মাস পিছিয়ে যাওয়ায় এখন এই ইঞ্জেকশন নেওয়া ছাড়া কোনও উপায় নেই।’
The pain i took for playing for Pakistan. But I'd do it all over again if given another chance.
— Shoaib Akhtar (@shoaib100mph) December 11, 2021
Since there's a two month delay in my operation, this is what i had to resort to. pic.twitter.com/mrcJnLEdEa
খেলোয়াড় জীবনে বার বার চোট পেয়েছেন আখতার। চোটের কারণেই অনেক আগে ক্রিকেট থেকে অবসর নিতে হয়েছে তাঁকে। দু’বছর আগে এক বার হাঁটু প্রতিস্থাপন করিয়েছিলেন। তাতেও সমস্যা মেটেনি। ফের এক বার অস্ট্রেলিয়া গিয়ে হাঁটু প্রতিস্থাপন করাতে হবে তাঁকে।
১৯৯৭ সালে পাকিস্তানের হয়ে অভিষেক হয় আখতারের। ৪৬ টেস্ট, ১৬৩ এক দিনের ম্যাচ ও ১৫ টি২০ খেলেছেন তিনি। সব মিলিয়ে ৪৪৪টি উইকেট নিয়েছেন এই জোরে বোলার। তার মধ্যে টেস্টে ১৭৮, এক দিনের ম্যাচে ২৪৭ ও টি২০-তে ১৯টি উইকেট নিয়েছেন তিনি। ২০১১ বিশ্বকাপের পরে ক্রিকেটে থেকে অবসর নেন আখতার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy