টি২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। কিন্তু তাঁকে বিশ্বকাপের সেরা মানতে নারাজ পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতার। তাঁর মতে, ওয়ার্নারকে নির্বাচন করার সিদ্ধান্ত ভুল। তার বদলে পাক অধিনায়ক বাবর আজমকে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।
ফাইনালের পরে টুইট করে ক্ষোভ প্রকাশ করেন আখতার। টুইটে তিনি বলেন, ‘খুব চাইছিলাম বাবর আজমকে টুর্নামেন্টের সেরার পুরস্কার দেওয়া হোক। ওয়ার্নারকে নির্বাচিত করার সিদ্ধান্ত ঠিক নয়।’
Was really looking forward to see @babarazam258 becoming Man of the Tournament. Unfair decision for sure.
— Shoaib Akhtar (@shoaib100mph) November 14, 2021
আরও পড়ুন:
বিশ্বকাপের সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে রয়েছেন বাবর। ছ’ম্যাচে ৩০৩ রান করেছেন তিনি। দলকে সেমিফাইনালে তোলার পিছনে সব থেকে বড় অবদান ছিল বাবরের। অন্য দিকে সাত ম্যাচে ২৮৩ রান করেছেন ওয়ার্নার। শুরুর দিকে তাঁর ব্যাটে বড় রান না থাকলেও নকআউটে জ্বলে উঠেছেন তিনি। বিশেষ করে সেমিফাইনাল ও ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের পিছনে বড় ভূমিকা ছিল তাঁর। সেই কারণেই হয়তো সেরা ক্রিকেটার বাছা হয়েছে তাঁকে। কিন্তু সেই সিদ্ধান্তে খুশি হতে পারেননি বাবরের দেশের প্রাক্তন ক্রিকেটার।