এ বারের আইপিএলে ময়ঙ্ক যাদব অনিশ্চিত। তাঁর চোট এখনও সারেনি। সেই জায়গায় কাকে নেওয়া হবে তা ঠিক করে ফেলেছে লখনউ সুপার জায়ান্টস। নিলামে দল না পাওয়া শার্দূল ঠাকুরকে নেবে সঞ্জীব গোয়েন্কার দল।
গত আইপিএলে পেসার ময়ঙ্ক নজর কেড়েছিলেন তাঁর গতির জন্য। কিন্তু খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। চোটের কারণে আইপিএলের মাঝপথেই বাদ পড়েছিলেন। এ বারের আইপিএলের আগেও তিনি ভুগছেন চোটের কারণে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছেন ময়ঙ্ক। যদি তিনি পুরোপুরি সুস্থ হতে না পারেন, তা হলে পরিবর্ত হিসাবে শার্দূলকে নেবে লখনউ।
লখনউয়ের প্রথম ম্যাচ ২৪ মার্চ। হাতে এখনও তিন দিন সময় রয়েছে। লখনউ বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি বিশাখাপত্তনমে। শার্দূলকে বিশাখাপত্তনমে যেতে বলা হয়েছে। যদি ময়ঙ্ক সুস্থ হতে না পারেন তা হলে সঙ্গে সঙ্গেই মুম্বইয়ের অলরাউন্ডারকে দলে নেবে লখনউ। তাই শার্দূলের নাম ঘোষণা করার আগেই তাঁকে অনুশীলনে ডেকে নিয়েছে তারা।
আরও পড়ুন:
গত তিন মাস ধরে কোনও ক্রিকেট খেলতে পারেননি মোহসিন। তাঁর পেশিতে চোট রয়েছে। মোহসিন ছাড়াও লখনউ দলে পেসারদের মধ্যে রয়েছেন আকাশ দীপ এবং আবেশ খান। আকাশ এবং মোহসিন জাতীয় অ্যাকাডেমিতে রয়েছেন। আবেশ এখনও দলে যোগ দেননি। মোহসিনের এখন যা অবস্থা তাতে যদি তিনি সুস্থ হয়ে আইপিএলে যোগ দেন, তা হলেও পুরো প্রতিযোগিতা খেলা কঠিন হবে তাঁর পক্ষে।
লখনউ দলে মেন্টর হিসাবে যোগ দিয়েছেন জ়াহির খান। কিন্তু দলের পেসারদের মধ্যে কে কতটা সুস্থ তা নিয়ে খুব বেশি কিছু বলতে নারাজ তিনি। জাহির বলেন, “দলে কয়েক জনের চোট রয়েছে। আমরা ইতিবাচক চিন্তাভাবনা করছি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিছু ক্রিকেটার এনসিএ-তে রয়েছে। ফিজ়িয়োদের সঙ্গে সময় কাটাচ্ছে। এখন তাদের নিয়ে কিছু বলা ঠিক হবে না।”
শার্দূল দলে যোগ দিলে হয়তো দলের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন তিনিই। তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে। সেই সঙ্গে থাকবেন ওয়েস্ট ইন্ডিজ়ের শামার জোসেফ। লখনউ দলে তিনিই একমাত্র বিদেশি পেসার। দলে রাজবর্ধন হাঙ্গারকর এবং প্রিন্স যাদবের মতো তরুণ পেসারেরাও রয়েছেন।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:১৩
অবশেষে ১৭ বছর পর ধোনিদের দুর্গে ফাটল ধরালেন কোহলিরা, বেঙ্গালুরুর কাছে ৫০ রানে পর্যুদস্ত চেন্নাই -
২১:৪৮
আইপিএলের সূচিতে বদল, দু’দিন পিছোল কলকাতা-লখনউ ম্যাচ, কোথায় হবে খেলা? -
২০:৫১
০.১২ সেকেন্ডের পর ০.০৯ সেকেন্ড! আবার স্টাম্প ধোনির, উইকেটের পিছনে আরও ক্ষিপ্র মাহি -
১৯:০১
আইপিএলে টানা দ্বিতীয় জয় বেঙ্গালুরুর, কোহলিদের কাছে কোন পথে হারলেন ধোনিরা? -
১৭:৩৬
আইপিএলের পুরস্কার বিতরণ নিয়ে খুশি নন অশ্বিন, কী কারণে ক্ষুব্ধ চেন্নাইয়ের স্পিনার?