ব্যাট করছেন ওয়াসিম আক্রম। বল করছেন এক মহিলা। তিনি আর কেউ নন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আক্রমের স্ত্রী শানিয়েরা আক্রম। নেট মাধ্যমে নিজের অ্যাকাউন্টে স্ত্রীর বোলিং করার ভিডিয়ো দিয়েছেন প্রাক্তন অলরাউন্ডার।
ভিডিয়োর সঙ্গে আক্রম লিখেছেন, এক জন নতুন বোলার খুঁজে পেয়েছি। আগামী বছর পাকিস্তান সুপার লিগে শানিয়েরার সুযোগ পাওয়া উচিত বলে মজার ছলে পরামর্শ দিয়েছেন আক্রম। ক্রিকেটপ্রেমীদের কাছেও মতামত চেয়েছেন এ ব্যাপারে। দুবাইয়ে একটি মেলায় স্ত্রীর বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করেছেন তিনি।
- Found a new bowler, I reckon @iamShaniera should be in the next PSL draft, what do you guys think? Had good fun at @MastercardMEA event at #Expo2020 #PricelessSurprises pic.twitter.com/fqWe9zH3bV
— Wasim Akram (@wasimakramlive) March 31, 2022
আক্রমের স্ত্রীর বোলিং দেখে নেটিজেনদের অনেকেই প্রশংসা করেছেন। বল হাতে তাঁকে বেশ মানিয়েছে বলেই মনে করেন তাঁরা। যদিও স্ত্রীর করা বল উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। স্বামী-স্ত্রীর ক্রিকেট খেলার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল নেট মাধ্যমে।