আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। — ফাইল চিত্র
বিশ্বকাপে আমদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের প্রস্তাব দিয়েছে আইসিসি। সেই মতো খসড়া সূচি প্রত্যেকটি দেশকে পাঠিয়ে দিয়েছে তারা। সেই সূচি নিয়ে বেঁকে বসেছে পাকিস্তান বোর্ড। তারা আমদাবাদে খেলতে চায় না। সেই বিষয় নিয়েই পাক বোর্ডকে তুলোধনা করলেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সাফ বলে দিলেন, কোথায় খেলতে হবে তা না ভেবে পাকিস্তানের উচিত কী ভাবে ম্যাচটা জেতা যাবে সেটা নিয়ে ভাবা।
আফ্রিদি মনে করেন, ঠাসা স্টেডিয়ামে ভারতকে হারাতে পারলে পাকিস্তান একটা আলাদা বার্তা দিতে পারবে। তাই ম্যাচ জেতার উপরেই তাদের নজর থাকা উচিত। এক চ্যানেলে আফ্রিদি বলেছেন, “কেন আমদাবাদের পিচে খেলতে চাইছে না পাকিস্তান? ওই পিচ থেকে আগুন বেরোয়, না কি পিচটাই ভূতুড়ে?”
আফ্রিদির পরামর্শ, “ওখানকার পিচে গিয়ে খেলো এবং ম্যাচটা জেতো। যদি তোমাদের সামনে কঠিন কোনও বাধা থাকে, তা হলে সেগুলো পেরিয়ে ভারতে গিয়ে ভাল ব্যবধানে ম্যাচটা জেতো। দিনের শেষে পাকিস্তানের জয়টাই আসল ব্যাপার।”
২০১৬ সালের পর এই প্রথম ভারতে আসার কথা রয়েছে পাকিস্তানের। সে বার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিল তারা। সেই ম্যাচ ধরমশালায় হওয়ার কথা থাকলেও পরে কলকাতায় নিয়ে আসা হয়। ভারতই সেই ম্যাচে জেতে।
আফ্রিদি বলেছেন, “পাকিস্তানের আসল লক্ষ্য হল ভারতের বিরুদ্ধে ম্যাচ। ইতিবাচক মানসিকতা থাকা দরকার। যদি আমদাবাদে ভারতের খেলতে কোনও অসুবিধা না থাকে, তা হলে পাকিস্তানেরও থাকা উচিত নয়। যাও, গিয়ে ভারতীয় দর্শকে ঠাসা মাঠে ওদেরই হারিয়ে দেখাও। তা হলেই নিজেদের আসল শক্তি বোঝানো যাবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy