অনেকের কটাক্ষ ক্রিকেটার থেকে শিল্পী হতে গিয়ে নকল করেছেন শাহিন। —ফাইল চিত্র
পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স দলের অধিনায়ক শাহিন আফ্রিদি। তিনিই এ বার দলের লোগো বানালেন। কিন্তু সেই লোগো নিয়েই বিতর্ক। শাহিন যে লোগো বানিয়েছেন তা নেটমাধ্যমে আগে থেকেই রয়েছে বলে দাবি। অনেকের কটাক্ষ ক্রিকেটার থেকে শিল্পী হতে গিয়ে নকল করেছেন শাহিন।
মঙ্গলবার লাহোর দলটি তাদের লোগো প্রকাশ করে। সে ভিডিয়ো করে টুইট করে তারা। সেখানে দেখা যায় লাহোর দলের অধিনায়ক শাহিন একটি জ্যাকেট পরে রয়েছেন। সেখানেই রয়েছে নতুন লোগো। লাহোর দলের টুইটারে লেখা, “শিল্পী নিজেই প্রকাশ করলেন লাহোর দলের নতুন লোগো।” কিন্তু লোগোটি দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে। নেটমাধ্যমে পাওয়া যায় এমন একটি লোগো, যা একে বারেই শাহিনের তৈরি লোগোর মতো দেখতে। পাকিস্তানের পেসার সেখান থেকে দেখেই লোগোটি বানিয়েছেন বলে মত অনেকের।
নেটমাধ্যমে দেখা যাচ্ছে অ্যাডব স্টক নামক একটি সাইটে লোগোটি ‘জেকে ডিজাইন কনসেপ্ট টেম্পলেট’ নামে রয়েছে। সেই লোগো এবং লাহোরের লোগোটি একেবারেই এক রকম দেখতে। তাই অনেকেই শাহিনের শিল্পী হিসাবে নাম ঘোষণা হওয়ায় কটূক্তি করেছেন। কেউ মনে করছেন শাহিন লোগো বানাননি, তিনি শুধু নেট থেকে ছবিটি নিয়েছেন। অনেকের মতে চুরি কখনও চাপা থাকে না।
The Designer himself with the official logo of LQ sports outlet 🙌#sochnabemanahai pic.twitter.com/2fW0kVT1PW
— Lahore Qalandars (@lahoreqalandars) January 31, 2023
পাকিস্তান সুপার লিগ শুরু হবে ১৩ ফেব্রুয়ারি থেকে। প্রথম দিনেই রয়েছে লাহোরের ম্যাচ। মুলতান সুলতানসের বিরুদ্ধে খেলবেন শাহিনরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy