অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে প্রতি দিনই জোরকদমে অনুশীলন করছে ভারতীয় দল। শুধু কঠোর অনুশীলন নয়, সেখানে মজার বিভিন্ন মুহূর্তও দেখা যাচ্ছে। তেমনই একটি দেখা গেল শুক্রবার। আচমকাই শুভমন গিলের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে একটি ব্যাট উপহার দিলেন সরফরাজ খান। এই দৃশ্য দেখে মজা পেয়েছেন সমর্থকেরা।
সমাজমাধ্যমে এ দিন একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে সরফরাজ এবং শুভমনকে পাশাপাশি বসে গল্প করতে দেখা গিয়েছে। শুভমন হাসতে হাসতে কোনও কথা বলছিলেন এবং সরফরাজ তা শুনে হেসে গড়িয়ে পড়ছিলেন। এর পরেই একটি ছবি ছড়িয়ে পড়ে। দেখা যায়, হাঁটু গেড়ে বসে অনেকটা প্রেম নিবেদন করার কায়দায় শুভমনের হাতে ব্যাট তুলে দিচ্ছেন সরফরাজ।
ভারতীয় দলে মজা করতে জুড়ি নেই শুভমনের। মাঝেমাঝেই অনুশীলনে সতীর্থদের সঙ্গে মজা করেন তিনি। কখনও বিরাট কোহলি, কখনও যশস্বী জয়সওয়ালের সঙ্গে খুনসুটি করেন। সমর্থকেরাও শুভমনের এই স্বভাবের কথা জানেন। সতীর্থদের যত্নও নেন তিনি। সরফরাজের কনুইয়ে চোট লাগার পর সবার আগে তাঁকে দেখতে গিয়েছিলেন শুভমনই।
আরও পড়ুন:
পার্থে প্রথম টেস্ট। তার আগে অনুশীলন যতটা সম্ভব উপভোগ করতে চাইছেন ভারতীয় ক্রিকেটারেরা। প্রথম টেস্টে প্রত্যেকেই ফুরফুরে মেজাজে নামতে চাইছেন।