টি-টোয়েন্টি দলে শামির সুযোগ পাওয়া কঠিন বলেই মত প্রাক্তনদের। —ফাইল চিত্র
এশিয়া কাপের দলে মহম্মদ শামির না থাকা নিয়ে উঠছে প্রশ্ন। চোটের কারণে নেই যশপ্রীত বুমরাও। এমন অবস্থায় ভারতীয় দলের পেস আক্রমণ কি কিছুটা শক্তি হারাল? তেমনটা মনে করছেন না বাংলার প্রাক্তন ক্রিকেটাররা।
এশিয়া কাপের দলে ভারতের পেস আক্রমণ সামলাবেন ভুবনেশ্বর কুমার, আবেশ খান এবং অর্শদীপ সিংহ। শামিকে দলে না নেওয়ায় এশিয়া কাপে ভারতের শক্তি কমবে বলে মনে করছেন না সম্বরণ বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন নির্বাচক আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘এশিয়া কাপে ভারতীয় দলে ভুবি (ভুবনেশ্বর) রয়েছে। ও যথেষ্ট অভিজ্ঞ। মনে হয় না শামির না থাকা কোনও প্রভাব ফেলবে।’’
আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে ১৬ ম্যাচে ২০টি উইকেট নেন শামি। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলে শেষ বার তিনি খেলেছিলেন গত বারের বিশ্বকাপে। তার পর থেকে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে দেশের জার্সিতে আর দেখা যায়নি শামিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং এক দিনের ম্যাচে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। বাংলার প্রাক্তন কোচ অরুণ লাল বললেন, ‘‘শামিকে আরও কয়েক বছর ভারতীয় দলের প্রয়োজন। তাই টি-টোয়েন্টি ক্রিকেটে হয়তো তাঁকে কম খেলানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা।’’
বাংলার প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে যদিও একমত নন কিরণ মোরে। তিনি বলেছিলেন, ‘‘আমার মনে হয় রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় শামিকে নেওয়া উচিত ছিল। অথবা অক্ষর পটেলকে। অক্ষর খুব ভাল ছন্দে রয়েছে। শামি আশা করি বিশ্বকাপে খেলবে। উইকেট নিতে পারবে এমন বোলারকে দলে চাইব আমি। ম্যাচের যে কোনও সময় উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে শামির।” কৃষ্ণমাচারী শ্রীকান্তও মনে করেন শামিকে দলে নেওয়া উচিত ছিল। তিনি বলেছিলেন, ‘‘আমার দলে শামি সব সময় থাকত। আমি নির্বাচক প্রধান হলে সবার আগে শামিকে নিতাম। তার বদলে রবি বিষ্ণোইকে বসাতাম। কারণ, দলে এক জন পেসার কম খেলাচ্ছে ভারত। যখন বুমরা নেই, তখন শামির দলে থাকা আরও বেশি জরুরি ছিল।’’
টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন। তাঁর সংগ্রহ ১৮টি উইকেট। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের কোচ রিকি পন্টিং যদিও মনে করেন শামি টেস্টেই ভাল। বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে ভারতের হয়ে ভাল বোলিং করেছেন শামি। যদি ওর শক্তি বিচার করতে চান, তা হলে দেখবেন টেস্টেই বেশি ভাল বল করে। ভারতের টি-টোয়েন্টি দলে ওর থেকে ভাল জোরে বোলার রয়েছে। ওরা মাত্র তিন জনের জোরে বোলারকে নিয়েছে। যদি চতুর্থ কাউকে নেওয়া হত তা হলে নিঃসন্দেহে শামির নামই আসত।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy