রোহিত শর্মা। — ফাইল চিত্র।
নিউ জ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজ়ে চুনকামের পর চার দিক থেকে সমালোচিত ভারতীয় দল। ছেড়ে কথা বললেন না সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিংহের মতো প্রাক্তনেরাও। প্রত্যেকেরই একটা কথা, এ বার ভারতের উচিত আত্মসমালোচনা করা।
ভারতের হারের পরেই সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, “ঘরের মাঠে ০-৩ হার হজম করা কঠিন। এ বার আত্মসমালোচনা করতেই হবে। প্রস্তুতির অভাব, খারাপ শট নির্বাচন না কি পর্যাপ্ত ম্যাচ না খেলা, কেন হারতে হল? প্রথম ইনিংসে ধৈর্য দেখিয়েছিল শুভমন গিল। দুটো ইনিংসেই দুর্দান্ত খেলল ঋষভ পন্থ। ওর পায়ের নড়াচড়া দেখে মনে হচ্ছিল কঠিন পিচ নয়, আলাদা কোনও পিচে ব্যাট করছে। অসাধারণ খেলেছে।”
নিউ জ়িল্যান্ডের দলকে সমীহ করে সচিন লিখেছেন, “গোটা সিরিজ়ে ধারাবাহিক ভাবে ভাল খেলার জন্য নিউ জ়িল্যান্ডের কৃতিত্ব প্রাপ্য। ভারতের মাটিতে ৩-০ জয়ের থেকে ভাল ফল আর হয় না।”
সহবাগ জানিয়েছেন, সমর্থক হিসাবে দলের পাশে তিনি থাকবেন। তবে ভারত ভয়ঙ্কর খারাপ একটা পারফরম্যান্স উপহার দিয়েছে। সহবাগের পরামর্শ, “স্পিন খেলার দক্ষতা নিয়ে নিশ্চিত ভাবে অনেকটা উন্নতি করতে হবে। কিছু কিছু পরীক্ষা সীমিত ওভারের ফরম্যাটে করা যায়। কিন্তু টেস্ট ক্রিকেটে অদরকারি পরীক্ষা করার সিদ্ধান্ত খুবই খারাপ। টম লাথাম এবং নিউ জ়িল্যান্ড দলকে শুভেচ্ছা। ওদের স্বপ্ন পূরণ হয়েছে। এ ভাবে ভারতে এসে কেউ জিততে পারেনি।”
যুবরাজ সিংহ লিখেছেন, “ক্রিকেট খেলাটা কতটা নম্র, তাই না? টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার কয়েক মাস পরে ঐতিহাসিক চুনকামও দেখতে হল আমাদের। এটাই খেলাটার সৌন্দর্য। অস্ট্রেলিয়ায় বড় পরীক্ষা অপেক্ষা করে আছে। আপাতত আত্মসমালোচনা করে, শিখে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy