রোহিত শর্মা। —ফাইল চিত্র।
নিউ জ়িল্যান্ডের কাছে ঘরের মাঠে সিরিজ় খুইয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তা কঠিন করে ফেলেছেন রোহিত শর্মারা। তবে এখনও সুযোগ রয়েছে টানা তিন বার ফাইনাল খেলার। অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্ট হারা চলবে না ফাইনালের দৌড়ে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া ভারতের।
টম লাথামের দলকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে অস্ট্রেলিয়া সফরে অনেকটা চাপ মুক্ত থাকতে পারত ভারতীয় দল। পাঁচ টেস্টের সিরিজ়ে একটি ম্যাচে জয় এবং দু’টি ম্যাচ ড্র করতে পারলেই ফাইনালে জায়গা পাকা করে ফেলতে পারতেন রোহিতেরা। কিন্তু ০-৩ ব্যবধানে হেরে যাওয়ায় ফাইনালে যাওয়ার পথ বেশ কঠিন করে ফেললেন তাঁরা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্তত ৪-০ ব্যবধানে সিরিজ় জিততে পারলে, রোহিতেরা টেস্ট বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেন। অর্থাৎ কোনও ম্যাচ হারা চলবে না অস্ট্রেলিয়া সফরে। সে ক্ষেত্রে অন্য কোনও দলের ফলাফলের দিকে তাকাতে হবে না ভারতীয় দলকে। অস্ট্রেলিয়ার মাটিতে প্যাট কামিন্সদের ৪-০ ব্যবধানে হারানো নিঃসন্দেহে অত্যন্ত কঠিন। উল্লেখ্য, ভারতের আর এই একটি সিরিজ়ই খেলা বাকি। এই মুহূর্তে শীর্ষে থাকা অস্ট্রেলিয়া তাদের বাকি সাতটি টেস্টের পাঁচটিতে জিতলেই ফাইনালে পৌঁছে যাবে। তা হলে প্যাট কামিন্সদেরও অন্য দলগুলির ফলের দিকে তাকাতে হবে না।
ভারতকে চুনকাম করে ফাইনালের দৌড়ে চতুর্থ স্থানে উঠে এসেছে নিউ জ়িল্যান্ড। লাথামেরা এর পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ় খেলবেন। বেন স্টোকসদের বিরুদ্ধে সিরিজ় জিতলেই প্রথম দু’দলের মধ্যে জায়গা করে নিতে পারেন লাথামেরা।
অস্ট্রেলিয়ার মাটিতে ভারত অন্তত ৪-০ ব্যবধানে না জিততে পারলে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে নিউ জ়িল্যান্ড সিরিজ় জিতলেই পয়েন্ট শতাংশের নিরিখে দ্বিতীয় স্থানে চলে আসবেন কিউয়িরা। সে ক্ষেত্রে ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন তাঁরা।
সুযোগ রয়েছে এই মুহূর্তে তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার এবং পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়ারা ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে দু’টি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবেন। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার কাজটা কঠিন। দক্ষিণ আফ্রিকা বাকি চারটি টেস্টের তিনটিতে জিতলেই ফাইনাল খেলার সুযোগ পেয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ভারত এবং নিউ জ়িল্যান্ড দু’দলকেই তাদের পরের সিরিজ হারতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy