Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Sachin on Deepti

দীপ্তির পাশে ক্রিকেট ঈশ্বর! ‘মাঁকড়ীয়’ আউট নিয়ে মুখ খুললেন সচিন তেন্ডুলকর

দীপ্তি শর্মা এ বার পাশে পেলেন সচিন তেন্ডুলকরকে। সচিনের মতে, ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার শার্লি ডিনকে ক্রিকেটের আইনের মধ্যে থেকেই দীপ্তি আউট করেছেন। এতে কোনও বেনিয়ম নেই।

দীপ্তির মাঁকড়ীয় আউট নিয়ে কী বললেন সচিন?

দীপ্তির মাঁকড়ীয় আউট নিয়ে কী বললেন সচিন? —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১৬:০৮
Share: Save:

ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার শার্লি ডিনকে করা দীপ্তি শর্মার ‘মাঁকড়ীয়’ আউট নিয়ে মুখ খুললেন সচিন তেন্ডুলকর। দীপ্তির পাশে দাঁড়িয়েছেন সচিন। জানিয়েছেন, ক্রিকেটের আইনের মধ্যে থেকেই শার্লিকে আউট করেছেন দীপ্তি। এতে কোনও বেনিয়ম নেই।

একটি সাক্ষাৎকারে দীপ্তির প্রসঙ্গে সচিন বলেন, ‘‘ক্রিকেটের আইনের মধ্যেই থেকেছে দীপ্তি। মাঁকড়ীয় আউট এখন নিয়মের মধ্যে রয়েছে। যদি নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটার বল করার আগে ক্রিজের বাইরে থাকে তা হলে তাকে আউট করা যেতে পারে। ঠিক যেমন উইকেটের লাইনে বল প্যাডে গিয়ে লাগলে এলবিডব্লিউ দেওয়া হয়, তেমনই এ ক্ষেত্রে রান আউট দেওয়া হবে।’’

দীপ্তির করা রান আউট নিয়মের মধ্যে থাকলেও অনেকে একে ক্রিকেটের আদর্শের পরিপন্থী বলে উল্লেখ করেছেন। সচিন এমনটা মানতে রাজি নন। তিনি বলেছেন, ‘‘যদি তুমি ক্রিকেটের আইনের মধ্যে থেকে খেলো, তা হলে তা ক্রিকেটের আদর্শের পরিপন্থী কী ভাবে হচ্ছে!’’

শার্লিকে আউট করার পরে সমালোচনার মুখে দীপ্তি জানিয়েছিলেন, পরিকল্পনা করেই ইংরেজ ব্যাটারকে আউট করেছিলেন তাঁরা। তিনি বলেছিলেন, ‘‘পরিকল্পনা করেই ওকে আউট করেছি। ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য ওকে বার বার সতর্ক করেছিলাম। যা করেছি, সেটা নিয়ম মেনেই। আম্পায়ারদেরও এ ব্যাপারে বলেছিলাম। তা সত্ত্বেও ও বার বার ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। ফলে আমাদের কাছে আর কোনও উপায় ছিল না।”

দীপ্তির পাশে দাঁড়িয়েছেন ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরও। তিনি বলেছেন, “প্রত্যেকে ম্যাচ জিততেই মাঠে নামে। সব দলই যে কোনও মূল্যে ম্যাচ জেতার চেষ্টা করে। নিয়মের মধ্যে থেকে খেলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যা করেছি, নিয়মের মধ্যে থেকেই করেছি। আমাদের পরিকল্পনার মধ্যে ছিল না ঠিকই। তবে এখন সেই ঘটনা ভুলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE