কোহলীরা যাবেন নিউজিল্যান্ডে। ফাইল ছবি
অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পরেই নিউজিল্যান্ডে সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে ভারত। তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। ১৮ থেকে ৩০ নভেম্বর এই সিরিজ চলবে। মঙ্গলবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এই সূচি ঘোষণা করা হয়েছে। ফলে বিশ্বকাপের পরে ভারতীয় দল দেশে ফিরছে না। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলে পাড়ি দেবে তাদের প্রতিবেশী দেশে।
নিউজিল্যান্ড বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ওয়েলিংটন, টওরাঙ্গা এবং নেপিয়ারে। এক দিনের ম্যাচগুলি হবে অকল্যান্ড, হ্যামিল্টন এবং ক্রাইস্টচার্চে। জানুয়ারিতে আবার ভারতের মাটিতে সীমিত ওভারের সিরিজ খেলবে কেন উইলিয়ামসনের দেশ। ভারতের বিরুদ্ধে সিরিজ খেলে তারা যাবে পাকিস্তানে। এর পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে তারা। সেগুলি হবে টওরাঙ্গা (দিন-রাতের টেস্ট) এবং ওয়েলিংটনে।
💥 HOME INTERNATIONAL FIXTURES OUT NOW 💥
— Canterbury Cricket (@CanterburyCrick) June 28, 2022
THIS SUMMER THE STARS WILL SHINE
Head to https://t.co/dihq21uyF6 or the NZC App for details #NZvPAK #NZvBAN #NZvIND #NZvENG #NZvSL
🎥 @BLACKCAPS @WHITE_FERNS pic.twitter.com/vrom4hniJO
প্রসঙ্গত, এই মুহূর্তে টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচ খেলতে ইংল্যান্ডে রয়েছে ভারত। এর পর তাদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা। ইংল্যান্ড থেকে তারা যাবে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি হবে জুলাই-অগস্টে। শ্রীলঙ্কায় এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে এর পরেই।
নিউজিল্যান্ডের আন্তর্জাতিক সূচিও ঠাসা। ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা যাবে সে দেশে খেলতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy